Advertisement
Advertisement

Breaking News

Robbery

ওয়েব সিরিজ দেখে ডাকাতির ছক, বাধা দেওয়ায় দম্পতিকে খুন করে পালাল জোড়া ডাকাত!

তিন মাস রেইকির পর ডাকাতি দুই যুবকের।

Inspired by web series 2 men kill bizman and wife in UP | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:August 13, 2023 5:31 pm
  • Updated:August 13, 2023 5:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েব সিরিজ দেখে ডাকাতির ছক কষেছিল দুই যুবক। মাস তিনেক ধরে রেইকিও করে তাঁরা। পরিবারের সদস্যরা কখন বাড়ি থাকেন, কখন থাকেন না, সমস্ত জানার পরেই গত বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরাটের নির্দিষ্ট বাড়িতে ঢোকে অভিযুক্তরা। ডাকাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধ দম্পতিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। পরে হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধার। শনিবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মেরাটের ব্রহ্মপুরী এলাকার। ডাকাতিতে অভিযুক্ত এলএলবি-র অন্তিম বর্ষের ছাত্র প্রিয়াংশ শর্মা (২৫)। অন্য অভিযুক্ত যশ শর্মা (২৪) একটি ব্যাটারির দোকানের কর্মী। রেইকি অনুযায়ী ভোররাতে জৈন পরিবারের বাড়িতে হামলা চালায় তাঁরা। যেহেতু বৃদ্ধ দম্পতির ছেলে সেই সময় প্রাতঃভ্রমণে বেরোন। গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। যদিও টের পান বৃদ্ধ দম্পতি। তাঁরা ডাকাতিতে বাধা দেওয়ায় গুলি চালায় অভিযুক্তরা। কাজ সেরে একটি বাইকে চেপে পালিয়ে যান দুই যুবক।

Advertisement

[আরও পড়ুন: ভাত-কাপড়ের অঙ্গীকার ভুললে চলবে না, খোরপোশ দিতেই হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের]

এদিকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ধান কুমার জৈনের (৭৩)। ধানের স্ত্রী অঞ্জু জৈনের (৬৫) মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এসপি (শহর) পীযুষ কুমার জানিয়েছেন, দুই যুবক জেরায় জানিয়েছেন, একটি ওয়েব সিরিজ দেখে ডাকাতির ছক কষেছিলেন তাঁরা। যদিও প্রচুর রেইকির পরেও ধরে পড়ে যান। অন্যতম কারণ তাঁদের বাইকের ভুয়ো নম্বর। এছাড়াও দুই যুবকের পরনে ছিল কালো ট্রাকশ্যুট এবং হেলমেট। এতেই সন্দেহ হয় পুলিশের। তাঁদের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।  

Advertisement

[আরও পড়ুন: সন্ত্রাসবাদের নয়া ব্যাখ্যা কেন্দ্রের, ধরা পড়লে যাবজ্জীবন-ন্যূনতম ১০ লাখ জরিমানা, মিলবে না প্যারোলও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ