BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

কাশ্মীরে জইশ জঙ্গিদের অনুপ্রবেশের খবরে জারি চরম সতর্কতা

Published by: Soumya Mukherjee |    Posted: August 4, 2019 8:59 pm|    Updated: August 4, 2019 9:00 pm

Jaish-e-Mohammad terrorists manage to infiltrate LoC

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেষ্টা করেও আটকানো যায়নি জইশ জঙ্গিদের অনুপ্রবেশ! অন্তত পাঁচজন জইশ-ই-মহম্মদ জঙ্গি ইতিমধ্যেই ভূস্বর্গে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। আর খবর পাওয়ার পরেই চরম সর্তকতা জারি করা হয়েছে গোটা রাজ্যজুড়ে। এদিকে এই খবর পাওয়ার পরেই আরও আতঙ্কিত হয়ে পড়েছেন কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পাহাড় ছেড়ে নেমে আসছেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘রাস্তায় পশুহত্যা করবেন না’, বকরি ইদের আগে মুসলিমদের পরামর্শ মৌলানার]

এমনিতেই গত কয়েকদিনে ক্রমশ জটিল হয়ে উঠেছে কাশ্মীরের পরিস্থিতি। একদিকে অমরনাথ যাত্রা স্থগিত রেখে তীর্থযাত্রী ও পর্যটকদের পাহাড় ছাড়তে বলে হয়েছে। অন্যদিকে দলে দলে সেনা জওয়ানদের পাঠানো হচ্ছে সেখানে। এই দুই বিপরীত ছবি দেখে চিন্তায় পড়েছে সেখানকার রাজনৈতিক দলগুলি। আর গুজব ও আতঙ্কে দিশেহারা হয়েছেন সাধারণ মানুষ।

এর মাঝেই পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের চারবার অনু্প্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। কেরান সেক্টরে দিয়ে অনুপ্রবেশের সময় চারজন পাকিস্তানি সেনা ভারতীয় জওয়ানদের গুলিতে খতমও হয়েছে। শনিবার ভারতীয় সীমানার ভিতরে থাকা ওই চারজনের মৃতদেহ ছবি পোস্ট করা হয়েছে ভারতের তরফে। সাদা পতাকা উড়িয়ে ভারতে এসে পাকিস্তানকে সেগুলি নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছে দিল্লি।

[আরও পড়ুন: কর্ণাটকের পর মিশন মধ্যপ্রদেশ! ৩০ জন বিধায়ককে নোটিস আয়কর দপ্তরের]

ঠিক এই সময়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপ ভেদ করে চার থেকে পাঁচজন জইশ জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে বলা জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, গত এক সপ্তাহে গুরেজ, তাংধার ও মাছিল দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম। তাদের প্রতিহত করার ফাঁকে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে কয়েকজন জইশ জঙ্গি।

এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ফারুক আবদুল্লার শ্রীনগরের বাড়িতে বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে