Advertisement
Advertisement

Breaking News

JEE advanced result

JEE Advance-এর ফলপ্রকাশের দিনই ফের পরীক্ষার আরজি, কেন্দ্রকে নোটিস দিল্লি হাই কোর্টের

কীভাবে জানবেন রেজাল্ট?

Bengali news: JEE advanced result out today | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 5, 2020 12:36 pm
  • Updated:October 5, 2020 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহেই JEE অ্যাডভান্সের পরীক্ষা হয়েছে। সোমবার ফলও প্রকাশ হয়েছে। কিন্তু তাতেও স্বস্তি মিলল না। এদিনই পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন জমা পড়েছে দিল্লি হাই কোর্টে। তা নিয়ে শিক্ষামন্ত্রকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট। কিন্তু ফলপ্রকাশের পরও কেন এমন নোটিশ পাঠানো হল?

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, JEE অ্যাডভান্স পরীক্ষার দিন তাঁর ছেলেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রায় ৪৫ মিনিট হেনস্তা করা হয়। তাই নতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাই কোর্ট। 

Advertisement

[আরও পড়ুন : রাজনৈতিক প্রতিহিংসা? কেরলে বাম নেতাকে কুপিয়ে খুন, কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা]

এদিকে এদিনই প্রকাশিত হল Joint Entrance Examination (JEE) Advanced 2020-এর ফলাফল। সর্বভারতীয় এই প্রবেশিকায় প্রথম স্থান অর্জন করেছেন পুনের চিরাগ ফ্যালর। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ২৭ সেপ্টেম্বর প্রায় এক লক্ষ পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিলেন। মোট ২২২টি শহরে ১০০১ সেন্টারে পরীক্ষা হয়েছিল। এদিন আইআইটি দিল্লি All India Rankings (AIR) ও স্কোরকার্ড প্রকাশ করেছে। এই পরীক্ষায় উত্তীর্ণরা IIT, IISc, IISER ইত্যাদি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন।

[আরও পড়ুন : দৈনিক সংক্রমণ, মৃত্যু সামান্য কমলেও স্বস্তি নেই, দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৬৬ লক্ষ]

কীভাবে দেখা যাবে পরীক্ষার ফল?

  • লগ ইন করুন jeeadv.nic.in ওয়েবসাইটে।
  • ‘JEE Advanced Result 2020’ লিংকে ক্লিক করুন।
  • যে তথ্য দিতে বলছে, সেগুলি ইনপুট করুন।
  • সাবমিটে অপশনে ক্লিক করুন।
  • JEE Advanced 2020 রেজাল্ট দেখা যাবে।
  • রেজাল্টটি ডাউনলোড করে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ