Advertisement
Advertisement
Hema Malini

‘একজন বয়স্ক মহিলাকেও ছাড়ল না!’, দলের ‘অগ্রজ’ হেমার হয়ে কংগ্রেসকে কটাক্ষ কঙ্গনার

কং নেতার 'কুকথা' কানে ফের 'রণংদেহি' মেজাজে কঙ্গনা রানাউত। কী বললেন?

Kangana Ranaut defends Hema Malini against politician’s remarks
Published by: Sandipta Bhanja
  • Posted:April 5, 2024 10:34 am
  • Updated:April 5, 2024 10:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদ্ম শিবিরের মহিলা প্রার্থীদের কখনও ‘যৌনকর্মী’, কখনও ‘নাচিয়ে’ কিংবা আরও কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে বিরোধী শিবির কংগ্রেসের বিরুদ্ধে। দিন কয়েক আগেই কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলায় তোলপাড় শুরু হয়েছিল। এবার হেমা মালিনীকে নিয়ে কুরুচিকর আক্রমণ। কং নেতার ‘কুকথা’ কানে ফের ‘রণংদেহি’ মেজাজে অবতরণ হিমাচলের মাণ্ডির বিজেপি প্রার্থী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)।

সম্প্রতি কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ পদ্মপ্রার্থী কঙ্গনা রানাউতকে যৌনকর্মী বলে কুরুচিকর আক্রমণ করেছিলেন। যার জেরে কং নেত্রীর নির্বাচনী কমিশনের শোকজ পাওয়ার পাশাপাশি তাঁর প্রার্থীপদও বাতিল হয়। এবার হেমা মালিনীকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করলেন আরেক কংগ্রেস নেতা রণদীপ সুরযেওয়ালা। কোনওরকম রেয়াত না করেই প্রবীণ বলিউড অভিনেত্রীর উদ্দেশে তিনি বলেন, “হেমা মালিনীকে কি চাটার জন্য সাংসদ বানানো হয়েছে?” কং নেতার এমন অশ্রাব্য মন্তব্য ভাইরাল হতেই ফের রাজনৈতিক মহলের অন্দরে শোরগোল। সুরযেওয়ালা ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি! এবার দলের ‘অগ্রজ’ হেমা মালিনীর হয়ে কংগ্রেসকে তুলোধোনা কঙ্গনা রানাউতের।

Advertisement

পদ্ম শিবিরের তারকাপ্রার্থীর মন্তব্য, “তরুণী দেখলে তাঁদের শরীর নিয়ে কথা বলে। আর ৭৫ বছর বয়সি একজন সিনিয়র মহিলা যিনি ভারতনাট্যম নৃত্যশিল্পী, তাঁকেও নাচিয়ে বলে অপমান করছে। একজন বয়স্ক মহিলাকেও ছাড় দিল না ওরা। ওরা কী চায়? মহিলারা কীভাবে জীবন কাটাবে? নিজেদের কবর নিজেরাই খুঁড়ে, তাতে ঢুকে যাবে? একজন নারীকে নিয়ে এমন ঘৃণ্য চিন্তাভাবনা, তাও একজন শিল্পীকে নিয়ে। যাঁর জীবনের একদিনও এরকম যায়নি যেদিন ৩-৪ ঘণ্টা রেওয়াজ করেননি। আমাদের বেদ, সাম বেদেও তো নাচ-গানের কথা বলেছে বিশদে। ওঁর মতো সমৃদ্ধ একজন শিল্পীকে নিয়েও এহেন অবমাননাকর মন্তব্য যিনিই করে থাকুন না কেন, তাদের চিন্তাধারণা যে কেমন, তা বোঝাই যায়।”

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি হঠাও, বিজেপিকে আর সুযোগ নয়’, ভোটপ্রচারে হুঙ্কার কমল হাসান]

ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার মথুরার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ হেমা মালিনী। তার আগে বুধবার রাতে গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করেন সোশাল মিডিয়ায়। সেখানে সুরযেওয়ালাকে হেমা সম্পর্কে ‘ছাপার অযোগ্য ভাষায়’ কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয় বিতর্ক। অমিত মালব্যের দাবি, “কংগ্রেস সাংসদ রণদীপ সুরযেওয়ালা যা বলেছেন, তা অপমানজনক ও অবমাননাকর। কেবল হেমা মালিনীর জন্য নয়, উনি একজন সম্পন্ন ব্যক্তি, সমস্ত মহিলাদের জন্যই। এটাই রাহুল গান্ধীর কংগ্রেস (Congress)। নারীবিদ্বেষী ও মহিলাদের জন্য ঘৃণা উদ্রেককারী।” এবার সেই প্রেক্ষিতেই হেমার হয়ে মাঠে নামলেন কঙ্গনা রানাউত। 

[আরও পড়ুন:  ‘বিজেপির আমাকে কেনার ক্ষমতা নেই’, ভোটের মুখে বিস্ফোরক প্রকাশ রাজ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ