BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

পথ দেখাচ্ছে কেরল, পরিচারকদের অধিকার রক্ষায় বিল আনছে সিপিএম শাসিত রাজ্য

Published by: Sucheta Sengupta |    Posted: May 26, 2023 5:03 pm|    Updated: May 26, 2023 5:05 pm

Kerala to bring new law for protecting servants rights | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহকর্মীদের অধিকার-রক্ষায় বিল আনছে কেরল (Kerala)। দেশের মধ্যে কেরলই প্রথম রাজ‌্য, যারা বিল আনতে চলেছে। কেরলের মুখ‌্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) এই কথা ঘোষণা করেছেন। সরকারের বক্তব্য, শ্রমিক বান্ধব এই বিল। তা পাশ হলে নিরাপত্তা বাড়বে গৃহ পরিচারক-পরিচারিকা ও কর্মীদের। 

আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে (Internatioal Labour Conclave) বুধবার বক্তব‌্য রাখছিলেন বিজয়ন। রাজ্যের শ্রম বিভাগ এবং স্টেট প্ল‌্যানিং বোর্ডের তরফে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল রাজ‌্য এবং ইন্টারন‌্যাশনাল লেবার অর্গানাইজেশনের (ILO) পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের শততম বর্ষ উদযাপন উপলক্ষে। সেখানেই বিজয়ন বলেন, ১৯৫৭ সালে প্রথম কেরল সরকার ক্ষমতা আসার পরই সিদ্ধান্ত নেওয়া হয়, সংগঠিত এবং অসংগঠিত – উভয় ক্ষেত্রেই কর্মরত শ্রমিকদের স্বার্থোপযোগী পরিকল্পনা তৈরি করতে হবে।

[আরও পড়ুন: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, প্রথম দশে অধিকাংশই CBSE ছাত্রছাত্রী]

কেরলের মুখ‌্যমন্ত্রীর কথায়, ‘‘দক্ষিণের রাজ‌্যগুলির নিরিখে বিচার করলে বলা যায়, শ্রমিকদের অধিকারের কথা মাথায় রেখে প্রকল্পের বাস্তবায়ন হয়েছে, এমন দিকে কেরলের রেকর্ড নজরকাড়া। বিশ্বজুড়ে যখন শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার কথাই শোনা যাচ্ছে, ঠিক তখন এই রাজ্যে শ্রমিকদের অধিকারের স্বার্থে ব‌্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া থেকে শুরু করে, ইউনিয়ন তৈরি করা, কো-অপারেটিভ-ওয়েলফেয়ার বোর্ড এবং পেনশন স্কিম চালু করা – এই সব কিছুই হচ্ছে এ রাজ্যে।’’

[আরও পড়ুন: সিদ্দারামাইয়া সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত! কর্ণাটকে পালাবদল হতেই বিজেপির সুর কুমারস্বামীর মুখে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে