Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

প্রথম দফার ভোট মিটতেই ফের তপ্ত কোচবিহার, রাতে শীতলকুচিতে বোমাবাজি, ইভিএম লুটের চেষ্টা

গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, এলাকা. তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Lok Sabha Election 2024: Clash and bombing in Cooch Behar after poll
Published by: Paramita Paul
  • Posted:April 19, 2024 7:03 am
  • Updated:April 19, 2024 11:34 pm

দেশজুড়ে প্রথম দফার নির্বাচন (Lok Sabha 2024) শুরু। ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। এই তালিকায় আছে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। দিনভর ভোট সংক্রান্ত  সমস্ত আপডেট:

রাত ১১.৩০: ভোট শেষ হতে শিলিগুড়িতেও অশান্তি। বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত বুথ সভাপতি ভর্তি হাসপাতালে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

রাত ৮.৫৩: ভোটের পরও থামছে না অশান্তি। শীতলকুচির নাককাটি এলাকায় ইভিএম লুটের চেষ্টা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। 

Advertisement
ভোটের পর কোচবিহারের শীতলকুচিতে উদ্ধার ৪ টি তাজা বোমা।

রাত ৮.৪০: আলিপুরদুয়ারে নির্বাচন প্রক্রিয়া শেষ হতে না হতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইককে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের বিজয় মিছিল। 

আগাম বিজয় মিছিল আলিপুরদুয়ারের তৃণমূলের।

সন্ধে ৭.৫৪: প্রথম দফা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হতেই মিষ্টিমুখ ও বাজি পুড়িয়ে আগাম বিজয় উৎসবের মেজাজে বিজেপি কর্মীরা। কোচবিহার জেলা পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীরা মিষ্টি মুখ করিয়ে, বাজি পুড়িয়ে মেতে উঠলেন আনন্দে। 

কোচবিহারে আগাম বিজয় উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা।

সন্ধে  ৭.৫০: সন্ধে ৭টা পর্যন্ত ভোটদানের হারে বাংলাকে ছাপিয়ে গেল ত্রিপুরা। সেখানে গড়ে ভোট পড়ল প্রায় ৮০ শতাংশ।

সন্ধে ৭.৪২: প্রথম দফায় বাংলার ভোটপর্ব মিটেছে শান্তিতেই। সন্ধেবেলা কলকাতার নির্বাচনী দপ্তর থেকে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। জানিয়েছেন, কমিশনের কাছে আসা অভিযোগের সংখ্যায় শীর্ষে রয়েছে কোচবিহার। এই লোকসভা কেন্দ্র থেকে মোট ২৬৯টি অভিযোগ দায়ের হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আলিপুরদুয়ার, সেখান থেকে ১৬২টি অভিযোগ এসেছে। জলপাইগুড়ি থেকে ১২৫টি অভিযোগ এসেছে কমিশনের কাছে। 

সন্ধে ৭.০২:  ধূপগুড়িতে ভোট চলাকালীন মৃত্যু সিপিএম কর্মীর। বিনয় শা মোড় এলাকায় ১৫/১২৪ নং বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস।আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।কীভাবে মৃত্যু হল তাঁর, তা এখনও স্পষ্ট নয়। দলের একজন একনিষ্ঠ কর্মীর মৃত্যুতে শোকাচ্ছন্ন জেলা সিপিএম নেতৃত্ব।

সন্ধে ৬.৪৯: ফের রাজ্যপালকে নিশানা তৃণমূল নেতা কুণাল ঘোষের। ভোট শেষের পর ‘পিস রুম’ নিয়ে সোশাল মিডিয়ায় তাঁর অভিযোগ, ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে তৃণমূল বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত।

সন্ধে ৬.২২: কোচবিহারের ১৫৪ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে শাসানোর অভিযোগ। ভয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার। 

সন্ধে ৬: গোটা দেশের শতাংশের বিচারে বাংলায় ভোটদানের হার সর্বোচ্চ। তিন কেন্দ্রে গড়ে ৭৭.৫৭ শতাংশ ভোট পড়ল, বলছে নির্বাচন কমিশনের হিসাব।

বিকেল ৫.৩২: বাংলার তিন কেন্দ্রেই ভোটের হার ৭৫ শতাংশের বেশি। বিকেল ৫টা পর্যন্ত ৮০.৮০ শতাংশ ভোট পড়ল জলপাইগুড়িতে, এটাই সর্বোচ্চ। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোটদানের হার যথাক্রমে ৭৫.৫৪ শতাংশ ও ৭৭.৭৩ শতাংশ। 

বিকেল ৪.৪৫: দিনভর রাজভবনের পিস রুমে রাজ্যপাল। ভোটের সময় সেখান থেকেই গোটা পরিস্থিতির উপর নজরদারি করেন। পিস রুমে আসা ফোনে কথা বলেন, শোনেন অভিযোগ। ইমেলেরও উত্তর দেন। রাজ্য়পাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, পিস রুমে জমা পড়া অভিযোগ তিনি কমিশনকে জানাবেন। 

রাজভবনের পিস রুমে রাজ্যপাল। দিনভর ভোট সংক্রান্ত অভিযোগ শুনলেন। নিজস্ব চিত্র।

বিকেল ৪.২০: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গল লাগোয়া কেন্দ্রগুলিতে বাড়তি সতর্কতা। হাতির হামলা হতে পারে, এমন বুথগুলির আশেপাশে বনদপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত কর্মীরা রয়েছেন। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের মেচ বস্তি প্রাথমিক বিদ্যালয়ে ভোট হচ্ছে। যে প্রাথমিক স্কুলে ভোট হচ্ছে তার আশেপাশে রয়েছে তার ঘেরা জঙ্গল। এই জঙ্গল থেকে হামেশাই হাতির দল চলে আসে এই মেচ বস্তির বসতি এলাকায় এবং স্কুল প্রাঙ্গণ এলাকায়। তা রুখতে চলছে বাড়তি নজরদারি।

মালবাজারের মেচ বস্তির জঙ্গল লাগোয়া এলাকার বুথে নিরাপত্তায় বাড়তি বনকর্মী। নিজস্ব ছবি।

বিকেল ৪.০২: গোটা দেশের মোট ২১ রাজ্যে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল গড়ে ৪৯.৭৮ শতাংশ। 

দুপুর ৩.৫৮: দুপুর ৩ টে পর্যন্ত জলপাইগুড়িতে ভোটের হার ৬৭.২৮ শতাংশ। এখনও পর্যন্ত এই হারই সর্বোচ্চ। কোচবিহারে ভোট পড়েছে ৬৫.৫৪ শতাংশ ও আলিপুরদুয়ারে ভোটদানের হার ৬৬.২৩ শতাংশ। 

দুপুর ৩.৫২: দুপুর ৩ টে পর্যন্ত ত্রিপুরায় ভোটদানের হার ৬৮.৩৫ শতাংশ, যা লোকসভা ভোটে এ রাজ্যে রেকর্ড বলে দাবি। 

দুপুর ৩.৪০: ভোটের শেষবেলায় ভেটাগুড়িতে ফের উত্তেজনা। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। 

দুপুর ৩.১৭: মণিপুরের ৫ বুথে থমকে গেল ভোটগ্রহণ প্রক্রিয়া। পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথে স্থগিত ভোটগ্রহণ। নির্বাচনে বেনিয়মের অভিযোগ তুলে বুথ তছনছ করে কয়েকজন দুষ্কৃতী। এর পরই ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয় কমিশন। 

 

দুপুর ২.২০: প্রথম পর্যায়ে ত্রিপুরার একটি আসনের নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রের বিরোধী দলের প্রার্থী আশিস সাহার অভিযোগ, নির্বাচনে ব্যাপক চুরি হচ্ছে।। বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের অভিযোগ, কংগ্রেস ও সিপিএমের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। ওদের কোনও জনসমর্থন নেই। তাই পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না। 

দুপুর ২.১৮: ডাবগ্রাম পশ্চিম ধনতলা ৩০১ নম্বর বুথে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় পশ্চিম ধনতলা ৩০১ নম্বর বুথ চত্বরে গেলে দেখতে পান বুকে ঘাসফুল চিহ্ন লাগানো তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছেন। তাতে বাধা দিলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তৃণমূলের তরফে উলটে বিধায়িকার বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছে। ঘটনায় দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।

দুপুর ২.১৭: কোচবিহারে ভোটদানের হার ৫০.৬৯ শতাংশ, আলিপুরদুয়ারে ভোটের হার ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫০.৬৫ শতাংশ।

দুপুর ২.১৫: দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হারে বাংলাকে টপকে গেল ত্রিপুরা। উত্তর পূর্বের বিজেপিশাসিত রাজ্যে ভোট পড়ল ৫৩.০৪ শতাংশ। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, ভোট পড়েছে ৫০.৯৬ শতাংশ। 

 

 

বেলা ১২.৫৭: ভোটের দিন উত্তপ্ত মণিপুর। বুথের বাইরে চলল গুলি। এদিন সকালে মণিপুরে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ভিডিওয় গুলি চালানোর শব্দও পাওয়া গিয়েছে। তবে এটা পরিষ্কার নয়, ইনার মণিপুর না আউটার মণিপুর কোথায় গুলি চলেছে।

বেলা ১২.৫৬: ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করে উদ্বিগ্নতার কথা প্রকাশ করেছেন। বুথের বাইরে কেন এরকম অশান্তি হচ্ছে? অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এমনটাই খবর সূত্রে।

বেলা ১২.৫৪: বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, আপাতত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, এমনটাই জানাল কমিশন। সকাল ১০টা পর্যন্ত সব রাজনৈতিক দলের পক্ষ থেকে, ১৫১টি অভিযোগ জমা পড়েছে যার সিংহভাগটাই কোচবিহারের। তৃণমূলের তরফে অভিযোগ ৭টি। বিজেপির তরফে অভিযোগ ৮টি। সিএমএস পোর্টালে অভিযোগ জমা পড়েছে জানাল কমিশন।

বেলা ১২.৪৭: কোচবিহারে ভোট দিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। 

 

বেলা ১২.৪২: কোচবিহারের ভেটাগুড়ির একাধিক জায়গায় বোমা উদ্ধার। অসুরক্ষিতভাবে বোমা উদ্ধারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কোনও নিরাপত্তা ছাড়া খালি হাতে বোমা উদ্ধার করেন পুলিশ আধিকারিক। 

বেলা ১২.৩৮: শীতলকুচির ছোলশালবাড়ি অঞ্চলের অন্তর্গত জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারকে আক্রমণ করে বলে অভিযোগ। তাঁকে ঢিল মারে বলে দাবি। এমতাবস্থায় সেই ভোটারের চোখে গুরুতর আঘাত লাগে। রক্ত ঝরে। তিনি বাড়ি এসে ডাক্তারের কাছে গেলে, ডাক্তার জানান, এর বড় চিকিৎসা করতে হবে। আহত ব্যক্তির নাম বিনোদ সরকার। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী।

বেলা ১২.২১: ভোটের মাঝেই ছত্তিশগড়ে গ্রেনেড বিস্ফোরণ। জখম কর্তব্যরত সিএরপিএফ জওয়ান। 

বেলা ১২.১০: ভোটদানের হারে এগিয়ে বাংলা! বেলা ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৩৩.৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে ত্রিপুরা (৩৩.২৮ শতাংশ)। রাজ্যের তিন লোকসভা কেন্দ্রের মধ্যে কোচবিহারে ভোট পড়েছে ৩৩.৬৩ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৩৫.২০ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ। 

সকাল ১১.৪২: ভোটের সকালে উদয়নকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। তাঁর দাবি, “উদয়ন গুহর উসকানিতেই কোচবিহারে অশান্তি হচ্ছে।”

সকাল ১১.২২: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও তাঁর স্ত্রী অম্রুতা ভোট দিলেন নাগপুরে। 

সকাল ১১.২০: উত্তরপ্রদেশে বুথ দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সপার প্রার্থী হরেন্দ্র মালিকের দাবি, মুজফ্‌ফনগরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান বুথ দখল করছেন। কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে। এমনকী, ভোট ‘সন্ত্রাস’-এর অভিযোগও উঠেছে যোগীর রাজ্যে। 

সকাল ১১.১৫: ভোটের বাংলায় প্রথম তিন ঘণ্টায় নির্বাচন কমিশনে ১৫টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৮টি জানিয়েছে বিজেপি আর সাতটি অভিযোগ করেছে তৃণমূল।

সকাল ১১.০৩: বিশ্বের সবচেয়ে ছোট মহিলা জ্যোতি আমগে ভোট দিলেন মহারাষ্ট্রের নাগপুরে। 

 

সকাল ১১.০০: কোয়েম্বাটুরে ভোট দিলেন সদগুরু। 

 

সকাল ১০.৫৫: মাথাভাঙা নয়ারহাটের ১ নম্বর ব্লকে তুমুল উত্তেজনা। তৃণমূলের পোলিং এজেন্ট বসানো নিয়ে অশান্তি। তাঁকে মারধর করা হয়েছে বলেও খবর। 

সকাল ১০.৪৭: মালবাজার শহরে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৩। এর মধ্যে দশটি মহিলা পরিচালিত মডেল বুথ। মাল আদর্শ বিদ্যাভবন এর ৪টি, সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয় ২টি, উদীতি কমিউনিটি হলে ২টি, ও মালবাজার আর আর প্রাথমিক বিদ্যালয় ২টি মহিলা পরিচালিত মডেল বুথ রয়েছে। তার মধ্যে উদিচি কমিউনিটি হলের ১২২ নম্বর বুথ মাল ব্লকের মডেল থিম বুথ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন প্রতি ব্লকে প্রশাসন একটি করে মডেল থিম বুথ তৈরি করেছে। মাল বাজারে মডেল বুথের থিম “To encourage today’s youth for voting”। 

সকাল ১০.৪৩: ভোট দিলেন রামদেব। বললেন, “দেশের জন্য ভোট দিলাম। গণতন্ত্রের উৎসবের বড় দিন আজ।”

সকাল ১০.৪০: বাংলার মানুষ কাকে ভোট দেবে, তা নিয়ে প্রথম দফা ভোটের দিনও তরজায় জড়ালেন অমিত শাহ ও কুণাল ঘোষ।  

 

সকাল ১০.৩৮: পিসরুম থেকেই ভোটের বাংলায় নজর রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সকাল থেকেই একের পর এক আসছে অভিযোগ। তিনি তা পাঠাচ্ছেন কমিশনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। রাজ্যপালের কথায়, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা কমিশনের দায়িত্ব।

সকাল ১০.২৮: ভোট দিলেন দক্ষিণী তারকা কমল হাসান। 

 

সকাল ১০.২১: প্রথম দফা ভোটে উত্তপ্ত সেই শীতলকুচি। বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। ২৮৬ নম্বর বুথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আবার পালটা তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি কর্মীকে হাঁসুয়ার কোপ দেওয়ার অভিযোগ। 

সকাল ১০.১৯: গণতন্ত্রকে মজবুত করার ডাক দিয়ে ভোটদানের আর্জি রাহুল গান্ধীর। 

 

সকাল ১০.১৮: আগরতলায় ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। 

 

সকাল ১০.০৫: বাংলার তিন জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে আলিপুরদুয়ারে (১৫.০৯ শতাংশ), দ্বিতীয় স্থানে কোচবিহার (১৫.০২ শতাংশ), তৃতীয় স্থানে জলপাইগুড়ি (১৪.০১ শতাংশ)।

সকাল ৯.৪৬: কমিশন বলছে, সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ১৫.০৯ শতাংশ। এখনও পর্যন্ত যা দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ (১৪.১২ শতাংশ)। 

 

 

সকাল ৯.৪৩: গণতন্ত্রের উৎসবে শামিল দক্ষিণী তারকারা। রজনীকান্ত, ধনুষ, অজিত-সহ ইলাইয়ারাজা, শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয়দের তারকারা প্রথমদফার দিন সাতসকালেই ভোট দিয়ে এলেন।

 

সকাল ৯.৩০: ভোটদান নাগরিক কর্তব্য। তাই বিয়ের সাজেই সকাল সকাল বিয়ের সাজে ভোট দিতে হাজির নবদম্পতি। উত্তরাখণ্ডে পউরি গড়ওয়ালের ঘটনা। 

সকাল ৯.০৫: গুগল ডুডলেও নির্বাচনের ছোঁয়া। প্রথম দফা ভোটে ডুডল বদলাল গুগল।

 

সকাল ৮.৫২: ঝড় বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই সাত সকালে ভোট দিলেন জলপাইগুড়ি র ঝড় বিধ্বস্তরা। ৩১ মার্চ ঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি র ময়নাগুড়ি ও সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গে প্রথম দফার ভোটে ঝড় বৃষ্টি র পূর্বাভাস। তাই নাগরিক অধিকার প্রয়োগে আর দেরি না করে সাত তাড়াতাড়ি ভোটগ্রহণ কেন্দ্রে হাজির ঝড় বিধ্বস্ত দক্ষিণ সুকান্ত নগর এলাকার বাসিন্দারা।

সকাল ৮.৪৮: কোচবিহারের সিতাই বিধানসভার ৬ /১৮ নম্বর বুথে নিজের ভোট দিলেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

সকাল ৮.৪২: চান্দামারির পঞ্চম পরিকল্পনা প্রাথমিক স্কুলে বিজেপির দুই পোলিং এজেন্টকে ‘বন্দি’ করে রাখার অভিযোগ।

সকাল ৮.৪১: ভেটাগুড়িতে বাড়ির কাছেই আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মণ। মারধরের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মীকে দেখতে যাচ্ছেন উদয়ন গুহ। তাঁর অভিযোগ,”সন্ত্রাস করে ভোট দখল করতেই আমাকে এলাকাবন্দি করার চেষ্টা করা হয়েছিল। পুলিশকে নিষ্ক্রিয় করা রাখা হয়েছে।”

সকাল ৮.২৭: ভোট দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। 

সকাল ৮.০২: ফালাকাটায় ইভিএম খারাপ। মেশিন বদলে শুরু ভোটগ্রহণ।

সকাল ৮.০১: ময়নাগুড়িতে বুথের মধ্যেই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। আক্রান্ত এজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। কাঠগড়ায় তৃণমূল। 

সকাল ৮.০০: কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। ফাটল মাথা। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

সকাল ৭.৫৩: সকাল সাতটার মধ্যে কমিশনে ৯টি অভিযোগ দায়ের তৃণমূলের। এর মধ্যে চারটি অভিযোগই তুফানগঞ্জ নিয়ে।

সকাল ৭.৫২: কোচবিহারের মডেল বুথেই বিপত্তি! মাথাভাঙা হাই স্কুলে সময়মতো ভোট শুরু হয়নি বলে অভিযোগ। ক্ষুব্ধ ভোটাররা। 

সকাল ৭.৪৬: সকাল থেকেই দেশজুড়ে বুথমুখী ভোটাররা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সকাল সাড়ে ছটা নাগাদ তুরার এক ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। তাঁর কথায়, সকালেই দেখলাম ভোটকেন্দ্রের বাইরে প্রায় ২০০ ভোটারের লাইন। খুব ভালো বিষয়।”

 

সকাল ৭.৩৫: প্রথম দফায় রেকর্ড হারে ভোটদানের আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে, প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ।”

 

সকাল ৭.৩১: তুফানগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

সকাল ৭.২৫: ফের কোচবিহারে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল তৃণমূল। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বরকোদালি গ্রামে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

সকাল ৭.১৯: সকাল সকাল ভোট দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। বললেন, “লোকসভা নির্বাচনে ভোট দিয়ে খুশি। তামিলনাড়ুর ৩৯টি আসনই জিতবে ইন্ডিয়া জোট।”

 

সকাল ৭.১০: সাত সকালে কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা দেখা গেল। অভিযোগ, নির্বাচনী বিধিভঙ্গ করে বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা লাগানো ছিল। দ্রুত প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানায় বিজেপি। অভিযোগের পর ছবি-পতাকা দ্রুত সরায় তৃণমূল। 

সকাল ৭.০৭: ভোট শুরুর আগেই কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যমৃত্যু। সূত্রের খবর, অসুস্থ হয়ে পড়েছিলেন জওয়ান নীলেশ কুমার মিলু। বাইশগুড়ি হাই স্কুলে মোতায়েন ছিলেন ওই কর্মী। তাঁর নাকমুখ দিয়ে রক্ত বের হতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

সকাল ৭.০৬: ধূপগুড়ির একাধিক বুথে ইভিএম বিভ্রাট। স্থগিত মকপোল।

সকাল ৭.০০: প্রথম দফা ভোট শুরুর আগেই কালীঘাটে রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবাধ শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় সাতসকালে পুজো দিলেন তিনি। দিনভর রাজভবন থেকে ভোটের পরিস্থিতির দিকে নজরদারি চালাবেন রাজ্যপাল।

সকাল ৬.৫৮: নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়েছে রাজ্যের তিন জেলার-সহ ১০২ আসনের সমস্ত ভোট কেন্দ্র। রয়েছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ