Advertisement
Advertisement

Breaking News

INDIA Alliance

সংসদের বিশেষ অধিবেশনে কী রণকৌশল? তড়িঘড়ি INDIA জোটের বৈঠক ডাকলেন খাড়গে

আগামী সপ্তাহেই হবে বৈঠক।

Mallikarjun Kharge calls INDIA Alliance's meeting at Delhi on September 5 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 3, 2023 9:07 pm
  • Updated:September 3, 2023 9:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই সংসদের বিশেষ অধিবেশনের (Special Session of Parliament) ডাক দিয়েছে কেন্দ্র। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর চলবে এই বিশেষ অধিবেশন। তার উদ্দেশ্য নিয়ে নানা মহলে নানা জল্পনা। কেউ মনে করছেন, জরুরি কোনও বিল পেশ হতে পারে। বিশেষত চর্চায় এখন ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব। কারও আবার ধারণা, পুরনো সংসদ ভবন থেকে ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের অধীনে নবনির্মিত সংসদ ভবনে ‘গৃহপ্রবেশ’-এর জন্য এই অধিবেশনের ডাক। এসবের মাঝেই বিরোধীরা এই বিশেষ অধিবেশনের রণকৌশল স্থির করতে তড়িঘড়ি বৈঠকে বসছে INDIA জোট। কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক ডাকা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, আগামী ৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে (Delhi) মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধী দলের সাংসদদের বৈঠকে ডাকা হয়েছে। বিশেষ অধিবেশনে কী হতে পারে, বিরোধীদের রণকৌশল কী হবে, এসব নিয়ে আলোচনার সম্ভাবনা। এছাড়া বছরের শেষ দিকে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024)আগে কী হবে বিরোধীদের স্ট্র্যাটেজি, তাও আলোচনা হতে পারে খাড়গের বাড়ির বৈঠকে।

Advertisement

[আরও পড়ুন: নোবেল পুরস্কারের আদর্শের বিরোধী, অনুষ্ঠান থেকে বাদ রাশিয়া, বেলারুশ, ইরান]

ওয়াকিবহাল মহলের একাংশের মত, জোটের চতুর্থ বৈঠকের স্থান হিসেবে রাজধানী দিল্লিকেই বেছে নেওয়া হচ্ছে। এর আগে পাটনা, বেঙ্গালুরু এবং মুম্বইতে বৈঠকে হয়েছে। পরবর্তী স্থান হিসেবে কলকাতার নাম নিয়ে আলোচনা চলছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সেই প্রস্তাব দিয়েছিলেন। আবার ভোটমুখী মধ্যপ্রদেশেও বিরোধী জোটের পরবর্তী বৈঠক হতে পারে বলে জল্পনা উঠেছিল। তারই মধ্যে তড়িঘড়ি দিল্লিতে নিজের বাসভবনে INDIA জোটের বৈঠক হতে চলেছে মল্লিকার্জুন খাড়গের ডাকে। ১ তারিখই ছিল মুম্বইয়ের বৈঠক। মাত্র চারদিনের মধ্যেই ফের বিরোধীদের বৈঠক ঘিরে স্বভাবতই উত্তেজনার পারদ চড়ছে রাজধানীতে।

Advertisement

[আরও পড়ুন: করা যাবে না প্রশ্ন, নেই জিরো আওয়ারও! সংসদের বিশেষ অধিবেশনে বাধাবিঘ্ন চাইছে না কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ