Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

‘হাফপ্যান্ট পরে বেরবেন না’, নারী সুরক্ষায় পুরুষদের বেনজির উপদেশ উত্তরপ্রদেশের নেতার

'মেয়েদের উপর বিধিনিষেধ আরোপ সমাধান নয়', স্পষ্ট মত খাপ পঞ্চায়েত নেতার।

'Men not allowed to wear half pants to market and public places, its distatseful', exceptional advice from a leader in UP| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 30, 2020 7:52 pm
  • Updated:October 30, 2020 7:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার ধর্ষণ, প্রমাণ লোপাট করতে খুন – এমনই ধারাবাহিক কিছু ঘটনায় বারবারই খবরের শিরোনামে এসেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। তাতে অধিকাংশ সময়েই রাজনৈতিক নেতানেত্রীরা প্রকারান্তরে নারীদের জীবনযাপনকেই দায়ী করেছেন। বারবার বিতর্কে জড়িয়েও এ ধরনের মনোভাব থেকে সরে আসেননি তাঁরা। কিন্তু এবার যোগীর রাজ্যে উলটপুরাণ! উত্তরপ্রদেশেরই এক খাপ পঞ্চায়েত নেতার গলায় শোনা গেল একেবারে ভিন্ন সুর। নরেশ টিকাইত নামে ওই নেতা সাফ বললেন, ”হাফপ্যান্ট (Half pants) পরে ছেলেরা জনসমক্ষে বেরতে পারবে না, বাজারেও যাওয়া চলবে না। এ খুবই রুচিহীন বিষয়।” শুধু মেয়েদের উপর পোশাকবিধি চাপালেই এসব সমস্যার সমাধান হবে না বলেও মত তাঁর।

সম্প্রতি হাথরাসে (Hathras) দলিত তরুণীর ধর্ষণ, হত্যাকাণ্ড দেশজুড়ে রীতিমতো ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। ক্ষোভ এতটাই চরমে উঠেছিল যে তড়িঘড়ি যোগী সরকারকে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয়। জেলাশাসক, পুলিশ সুপারের বড় পদাধিকারীদের রাতারাতিই সরিয়ে দেওয়া হয়। তবে ঘটনা নিয়ে চর্চা কম হয়নি। কোনও নেতার বক্তব্য, ধর্ষকের সঙ্গে তরুণীর অবাধ মেলামেশা ছিল। কারও আবার মত, সন্ধের পর মেয়েরা বাড়ির বাইরে বেরলে ধর্ষণ স্বাভাবিক ঘটনা। কেউ এসবেরও উপরে উঠে বিস্ফোরক মন্তব্যে বলেছিলেন, দলিতদের ধর্ষণের অধিকার রয়েছে উচ্চবর্ণের মানুষের। এমনই একাধিক বিতর্কের জালে জড়ানো উত্তরপ্রদেশের নারী নিরাপত্তার বেহাল চিত্রটা ক্রমশই স্পষ্ট হয়েছে।

[আরও পড়ুন: ‘জনসমক্ষে ফাঁসি হোক’, হরিয়ানায় কলেজ ছাত্রী খুনের নিন্দায় গর্জে উঠলেন রামদেব]

তবে সে রাজ্যেই এবার যেন ‘বোধোদয়’ ঘটল খাপ পঞ্চায়েত নেতার। নরেশ টিকাইত নামে খাপ পঞ্চায়েত নেতার বক্তব্য, ”ছেলেরা বাজারহাট কোথাও হাফপ্যান্ট পরে বেরবেন না, খুব রুচিহীন। বড়রা মিলে এই সিদ্ধান্তই নিয়েছি। আমরা একে নির্দেশ বলতে পারি না, পরামর্শ হিসেবে ধরতে পারেন। শুধুমাত্র মেয়েদের নিষেধের বেড়াজালে আটকে রাখা কোনও সমাধান এনে দিতে পারবে না।”  তাঁর এই মূল্যবান পরামর্শ কতটা বাস্তবায়িত হয়,  এখন সেটাই দেখার।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভায় গিয়ে বিপাকে বিজেপি নেতা! ট্রেনে খোয়ালেন ৩ লক্ষ টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ