Advertisement
Advertisement

Breaking News

2022 Indian Citizenship

মোদির ‘সুশাসনে’র ফল? এক বছরে দেশ ছাড়লেন সোয়া দু’লক্ষ ভারতীয়

রাজ্যসভায় এক বছরের পরিসংখ্যান প্রকাশ করলেন বিদেশমন্ত্রী।

More than 2 lac Indians gave up citizenship in 2022, says Central Govt | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:February 10, 2023 5:35 pm
  • Updated:February 10, 2023 5:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছরে ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই লক্ষ ২৫ হাজার মানুষ। চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র ২০২২ সালেই ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) ছেড়ে দিয়েছেন ২ লক্ষের বেশি ভারতীয়। প্রসঙ্গত, ২০২১ সালেও এক লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। রাজ্যসভার এক প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।

গত ১১ বছরে কতজন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন? সংসদে এই প্রশ্নের মুখে পড়ে কেন্দ্র। শুক্রবার জবাবি ভাষণে ২০১১ সাল থেকে নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত সমস্ত পরিসংখ্যান প্রকাশ করেন বিদেশমন্ত্রী। রাজ্যসভায় (Rajya Sabha) জয়শংকর জানান, ২০২২ সালে মোট ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন।

Advertisement

[আরও পড়ুন: শেয়ার বাজারে ধস কেন? আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে কেন্দ্র ও SEBI]

বিশ্বের মোট ১৩৫টি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ভারতীয়রা, জানিয়েছেন বিদেশমন্ত্রী। তাঁর বক্তৃতা থেকে আরও জানা গিয়েছে, গত ১১ বছরে মোট ১৬ লক্ষ ভারতীয় নাগরিক দেশ ছেড়ে চলে গিয়েছেন। ২০২০ সালে অবশ্য দেশ ছাড়ার সংখ্যা অনেক কম ছিল। অতিমারীর বছরে ৮৫ হাজার ভারতীয় তাঁদের নাগরিকত্ব প্রত্যাহার করেন।

Advertisement

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে গণছাঁটাইয়ের জেরে চাকরি হারিয়েছেন বিপুল সংখ্যক ভারতীয়। সরকারের তরফে জানানো হয়েছে, চাকরি হারানোর ভারতীয়দের ভিসার বিষয়টি নিয়ে কেন্দ্র ওয়াকিবহাল। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনাও হয়েছে। ভারতীয়দের যেন সমস্যার মধ্যে পড়তে না হয়, তার জন্য নানা সংস্থার সঙ্গে যোগাযোগও রাখছে সরকার।

[আরও পড়ুন: ৮ মিনিট ধরে পুরনো বাজেট পড়ে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী! শোরগোল বিধানসভায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ