Advertisement
Advertisement

আফজলের ফাঁসির বদলা নিতেই নাগরোটায় জঙ্গি হামলা!

মনে করা হচ্ছে, জৈশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর সদস্যরাই এই হামলার নেপথ্যে৷

Nagrota encounter to avenge afzal's hanging, urdu note found on killed terrorist
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 1:01 pm
  • Updated:December 1, 2016 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত জঙ্গি আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই কি নাগরোটায় হামলা চালানো হয়েছিল? নাগরোটায় সেনার গুলিতে নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া চিরকুট থেকে এমনই তথ্য উঠে আসছে৷

সূত্রের খবর, মঙ্গলবার নাগরোটায় জঙ্গি হামলায় সাত সেনা জওয়ানের মৃত্যু হয়৷ পাল্টা জবাবে ছয় আত্মঘাতী জঙ্গিকে নিকেশ করে সেনা৷ নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় উর্দুতে লেখা চিরকুট৷ সেই লেখার সারমর্ম হল, ২০০১ সালে সংসদভবনে হামলার মূলচক্রী আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই নাগরোটায় এই হামলা৷ মনে করা হচ্ছে, জৈশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর সদস্যরাই এই হামলার নেপথ্যে৷ এই স্কোয়াডই পাঠানকোটে হামলার নেপথ্যে ছিল বলে মনে করা হচ্ছে৷ এক ইন্টেলিজেন্স আধিকারিকের মতে, চিরকুট থেকে মনে করা হচ্ছে ঘটনার পিছনে জৈশ-এর হাত রয়েছে৷

Advertisement

ইন্টেলিজেন্স সূত্রে খবর, নাগরোটা সেনা ক্যাম্পে হামলা চালানোর আগের রাতে পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা৷ নাগরোটা সেনা ক্যাম্প সীমান্ত থেকে মাত্র ৪০ কিমি দূরে অবস্থিত৷ সীমান্তের কাঁটাতার কেটেই জঙ্গিরা ভারতে ঢোকে বলে সূত্রের খবর৷ এক সেনা আধিকারিকের মতে, ধরপাকড় এড়াতে উরি হামলার ক্ষেত্রেও একইভাবে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সীমান্ত পেড়িয়ে ভারতে ঢোকে জঙ্গিরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement