Advertisement
Advertisement

Breaking News

Nirmala Sitaraman

মেয়ের বিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পাত্র প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ

জানেন কে এই পাত্র?

Nirmala Sitharaman's daughter gets married with PMO officer | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 9, 2023 10:01 am
  • Updated:June 9, 2023 10:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) মেয়ে পারকালা ভাঙ্গময়ী। প্রধানমন্ত্রীর দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিক প্রতীক দোশীকে (Pratik Doshi) বিয়ে করেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার খুবই ঘরোয়াভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। অর্থমন্ত্রীর মেয়ের বিয়ে হলেও অতিথিদের তালিকায় ছিলেন না কোনও রাজনীতিক। বেঙ্গালুরুর একটি হোটেলেই চারহাত এক হয় তাঁদের। বৈদিক মতে বিয়ে সেরেছেন পারকালা-প্রতীক।

বরাবরই নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রতীক দোশী। গুজরাটের প্রতীক সিঙ্গাপুর ম্যানেজমেন্ট স্কুল থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। তারপরে গুজরাটের মুখ্যমন্ত্রীর দপ্তরে রিসার্চ অ্যাসিসট্যান্ট হিসাবে কাজ করেন। সেই সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তখন থেকেই মোদির অন্যতম ভরসা হয়ে ওঠেন এই আধিকারিক। 

Advertisement

[আরও পড়ুন: ‘ওই বলটায় যে কেউ আউট হত’, বিরাটের উইকেট নিয়ে বলছেন গুরু রাজকুমার শর্মা]

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রতীককে দিল্লিতে নিয়ে আসেন মোদি। রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের আধিকারিক হিসাবে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগ দেন প্রতীক। ২০১৯ সালে মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে পদোন্নতি হয় প্রতীক দোশীরও। প্রধানমন্ত্রী দপ্তরের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদ দেওয়া হয় তাঁকে। গুরুত্ব অনুযায়ী এই পদটি যুগ্ম সচিবের সমতুল্য।

Advertisement

অন্যদিকে, অর্থমন্ত্রীর মেয়ে হলেও পারকালাকে সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি। দিল্লি বিশ্ববিদ্যালয় ইংরাজি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন। তারপর সাংবাদিকতা নিয়েও ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে মিন্ট লাউঞ্জে ফিচার লেখিকা হিসাবে কর্মরত রয়েছেন। এর আগে হিন্দু সংবাদপত্রেও কাজ করেছেন তিনি। বিয়ের দিন গোলাপি রঙের শাড়িতে সেজেছিলেন নববধূ। তবে অর্থমন্ত্রীর কন্যা ও প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মীর বিয়ে হলেও অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাউকেই দেখা যায়নি। 

[আরও পড়ুন: যাত্রী সুরক্ষার টাকায় রেলে পা টেপার যন্ত্র! বিস্ফোরক অভিযোগ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ