Advertisement
Advertisement

Breaking News

লোকসভা ভোট কি এগিয়ে আসতে পারে? গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্র

কেন্দ্র সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরই লোকসভা ভোট এগিয়ে আসা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

No plans to advance or delay elections: Union minister Anurag Thakur | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 3, 2023 3:40 pm
  • Updated:September 3, 2023 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে অকস্মাৎ লোকসভার বিশেষ অধিবেশন ডাকা। যার এজেন্ডা নিয়ে মুখে কুলুপ এটে থাকা। তারপর এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে বিশেষ কমিটি গঠন। কেন্দ্রের এই দুই পদক্ষেপে হঠাৎ করেই ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে জল্পনা উসকে গিয়েছে। বিরোধীদের দাবি, হারের আশঙ্কায় লোকসভা ভোট এগিয়ে আনতে চাইছে বিজেপি। যদিও গেরুয়া শিবিরের দাবি, তেমন কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। তবে গুঞ্জন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। সেই গুঞ্জনের মধ্যেই আবার এক দেশ এক নির্বাচন সংক্রান্ত একটি কমিটি গড়েছে কেন্দ্র। যার কাজ এই মুহূর্তে দেশে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা।

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের বৈঠকের পরই ফের অসুস্থ সোনিয়া গান্ধী, ভরতি হাসপাতালে]

এই কমিটি গঠনের পর লোকসভা ভোট এগিয়ে আসার গুঞ্জন আরও বেড়েছে। যদিও সরকার বলছে, তেমন কোনও সম্ভাবনা নেই। ভোট এগিয়ে আনার জল্পনার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, “ভোট এগিয়ে আনার কোনও প্রশ্নই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের কার্যকালের শেষ দিন পর্যন্ত মানুষের সেবার করতে চান।” অনুরাগ বলছে, লোকসভা ভোট এগিয়ে আসা নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে, সেটা নিতান্তই সংবাদ মাধ্যমের তৈরি।

Advertisement

[আরও পড়ুন: ব্রিজভূষণ-তদন্ত রিপোর্ট চোখে ধুলো দেওয়ার চেষ্টা, আদালতে মন্তব্য কুস্তিগিরদের আইনজীবীর]

এখন প্রশ্ন হল, তাহলে ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হল সেটা কেন? অনুরাগ বলছেন, কেন ওই অধিবেশন ডাকা হয়েছে, সেটা সঠিক সময়ে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও অনুরাগের বক্তব্য, সরকার এক দেশ এক নির্বাচনের পক্ষেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ