Advertisement
Advertisement

Breaking News

‘জিও’র সঙ্গে পাল্লা, ৯০ দিনের ফ্রি ডেটার ঘোষণা এয়ারটেলের

‘জিও’ সুনামিতে অফারের ঢল টেলিকম দুনিয়ায়৷ লাভবান উপভোক্তারা৷

Now Airtel Offers free data for 90 Days To 4G users
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 5:41 pm
  • Updated:September 23, 2016 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ বেধে গিয়েছে৷ নাহ, ভারত-পাক সম্পর্ক উত্তপ্ত হলেও দুই দেশের মধ্যে এখনও যুদ্ধ বাধেনি৷ যুদ্ধ আসলে বেধেছে দেশের টেলিকম দুনিয়ায়৷ সৌজন্যে রিলায়েন্সের ‘জিও’ সুনামি৷

প্রতিযোগিতার এই লড়াইয়ে এবারে আসরে নামল এয়ারটেল৷ শুক্রবার সংস্থার 4G ব্যবহারকারীদের জন্য ৯০ দিনের ফ্রি ডেটা প্ল্যানের ঘোষণা করল এই টেলিকম সংস্থা৷ এই সুবিধা পাবেন ১,৪৯৪ টাকার  4G পরিষেবা ব্যবহারকারীরাই৷ নতুন 4G ব্যবহারকারীরাও পেতে পারেন এই সুবিধা৷ এর জন্য তাঁদের শুধু ১,৪৯৪ টাকা দিয়ে সংশ্লিষ্ট পরিষেবাটি নিতে হবে৷ আপাতত রাজধানী দিল্লিতেই কেবল মিলছে এই পরিষেবা৷ তবে কয়েকদিনের মধ্যেই সারা দেশের এয়ারটেল ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা৷

Advertisement

বুধবারই ‘জিও’র থেকেও সস্তার অফার চালু করার কথা ঘোষণা করেছিল বিএসএনএল৷ জিও’র সঙ্গে পাল্লা দিতে প্রথমে বিশেষ ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছিল এই সংস্থা৷ পরে 4G ব্যবহারকারীদের জন্য ফ্রি ভয়েস কলেরও ঘোষণা করে৷ এমনকী 2G এবং 3G ব্যবহারকারীদেরও এই পরিষেবা দেবে বলে ঘোষণা করে বিএসএনএল৷ জানা গিয়েছে, রিলায়েন্সের ‘জিও’ সঙ্গে পাল্লা দিয়ে বাজারে টিকে থাকতে নিজেদের ডেটা চার্জ ৬৭ শতাংশ পর্যন্ত কমাতে বাধ্য হয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ