BREAKING NEWS

৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

দিল্লির প্রগতি ময়দান টানেলে দুর্ঘটনা, নেটওয়ার্কের সমস্যায় পুলিশে খবর দিতে দেরি, মৃত্যু যুবকের

Published by: Kishore Ghosh |    Posted: May 25, 2023 10:04 am|    Updated: May 25, 2023 10:51 am

Now Delhi tunnel accident video delhi teen dies poor connectivity article | Sangbad Pratidi

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটওয়ার্কের গোলমালে দ্রুত খবর পৌঁছায়নি পুলিশে। সঠিক সময়ে চিকিৎসার অভাবে মৃত্যু হল দুর্ঘটনাগ্রস্ত (Accident) যুবকের। দিল্লির (Delhi) প্রগতি ময়দানের টানেলে রাতের দুর্ঘটনার পরেও বেঁচে ছিলেন ওই বাইক আরোহী। পথচারীরা রক্তাক্ত যুবককে দেখামাত্র পুলিশ ফোন করার চেষ্টা করেও ব্যর্থ হন নেটওয়ার্কের সমস্যায়। শেষ পর্যন্ত পনেরো মিনিটের চেষ্টায় ফোন পৌঁছায় পুলিশের কাছে। এরপর পুলিশকর্মীরা গুরুতর জখম যুবককে উদ্ধার করে হাসপাতাল ভরতি করেন। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে যুবকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ১৯ বছরের যুবকের নাম রাজন রাই। বাড়ি উত্তম নগরে। বন্ধুর বাড়ি থেকে স্কুটি চেপে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটা নাগাদ পরিবারের সঙ্গে কথাও হয় তাঁর। এরপর থেকেই ফোন ‘আনরিচেবল’ হয়ে যায়। বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল]

মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, টানেলের ভিতরে তীব্র গতিতে ছুটছে যুবকের বাইক। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ডান দিকের একটি পিলারে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষের অভিঘাতে কিছু দূরে ছিটকে পড়েন যুবক। তাতেই মাথায় এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লাগে তাঁর। সুরঙ্গের অন্য পথচারীরা রক্তাক্ত যুবককে খেয়াল করতেই ছুটে যান। পুলিশের আপতকালীন নম্বরে ফোন করার চেষ্টা করেন। টানেলে নেটওয়ার্কের অভাবে তা সম্ভব হচ্ছিল না। পনেরো মিনিট পর ফোন পেয়ে ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে পুলিশ। যদিও চিকিৎাসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। যুবকের পরিবারের সদস্যদের দাবি, পুলিশ দেরি করে আসাতেই মরতে হয়েছে রাজনকে। 

[আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনের পর কী হবে পুরনো ভবনের? কী বলছে মোদি সরকার?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে