Advertisement
Advertisement

Breaking News

RJD

‘লিপস্টিক, ববকাট চুল…’ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কিত মন্তব্য লালুর দলের নেতার

অতীতেও এই বিলের বিরোধিতা করেছিল আরজেডি।

Outrage over Lalu's party leader's rant against women's quota। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 30, 2023 1:38 pm
  • Updated:September 30, 2023 1:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) পাশ হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভায়। যাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিচ্ছে ওয়াকিবহাল মহল। কিন্তু সেই বিল নিয়েই বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল লালুপ্রসাদ যাদবের আরজেডির বর্ষীয়ান নেতা আবদুল বারি সিদ্দিকিকে। তিনি বলে বসলেন, এবার লিপস্টিক মেখে ববকাট চুলের মহিলারা এসে অন্য মহিলাদের অধিকার ছিনিয়ে নেবেন।

বিহারের মজফফরপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই কথা বলেছিলেন সিদ্দিকি। তাঁর কথায়, ”এবার মহিলা সংরক্ষণের ফায়দা নিতে লিপস্টিক মেখে বয়কট চুলের মহিলারা এগিয়ে আসবেন। সরকারের উচিত ছিল অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা।”
প্রসঙ্গত, অতীতে একাধিকবার এই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা হয়েছে সংসদে। আর সবচেয়ে বেশি যে দুটি দলকে বিরোধিতা করতে দেখা গিয়েছে তারা হল সমাজবাদী পার্টি ও আরজেডি (RJD)। সেই ধারাই যেন বজায় রাখলেন লালুর দলের নেতা।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অঝোরে বৃষ্টি, সপ্তাহান্তে পণ্ড হবে পুজোর শপিং?]

এদিকে এরই পাশাপাশি আবদুল টিভি ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তাঁর সমর্থকদের। অন্তত যতদিন ২০২৪ সালের লোকসভা নির্বাচন না শেষ হচ্ছে। তিনি বলেন, ”আপনাদের টিভি দেখা বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোও চলবে না। নিজেদের মস্তিষ্ককে ব্যবহার করুন।” নিজেদের ভাগের জন্য লড়ার আর্জিও জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘ফোন ধরছ না কেন?’, বিধানসভায় পা রেখেই পরিষদীয় মন্ত্রীর ধমক খেলেন নির্মলচন্দ্র রায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ