Advertisement
Advertisement

Breaking News

Petrol and Diesel Prices

Petrol Diesel Price: দু’দিনের বিরতির পর ফের জ্বালানির মূল্যবৃদ্ধি, কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল

দেখে নিন আজ শহরে এক লিটার পেট্রল ও ডিজেল কিনতে কত খরচ হবে।

Petrol and Diesel Prices Surge To Record High on October 27 | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:October 27, 2021 10:02 am
  • Updated:October 27, 2021 10:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে দু’দিনের বিরতি। তারপর মঙ্গলবার মধ্যরাত থেকেই ফের ঊর্ধ্বমুখী জ্বালানি মূল্য। জুলাইয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিল পেট্রল। মাস তিনেকের মধ্যেই একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে ডিজেলও। ইতিমধ্যেই বাংলার একাধিক জেলায় ডিজেলের দাম ছাড়িয়েছে ১০০ টাকা। একই পথে কলকাতাও। তিলোত্তমায় ডিজেলের মূল্য ১০০ টাকা হওয়া শুধুই সময়ের অপেক্ষা।

বুধবার, অর্থাৎ ২৭ অক্টোবর দেশজুড়ে রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেলের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে পেট্রলের দাম হল ১০৭.৯৪ টাকা। আজ প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.৬৭ টাকা। দিল্লিতে বিমানের জ্বালানির চেয়েও ৩৬.৬৩ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল। কলকাতায় এদিন এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ১০৮.৪৬ টাকা। আজ এক লিটার ডিজেল কিনতে শহরবাসীকে খরচ করতে হবে ৯৯.৭৮ টাকা। যা গতকাল পর্যন্ত ছিল ৯৯ টাকা ৪৩ পয়সা। হিসাব বলছে, এবার একলাফেই সেঞ্চুরি হাঁকাতে চলেছে ডিজেল।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত কাশ্মীরি তরুণীদের পাশে দাঁড়িয়ে অভিযোগকারীদের হুমকি দিল জঙ্গিরা]

বাণিজ্যনগরী মুম্বইয়ের ছবিটাও একইরকম। সেখানেও ঊর্ধ্বমুখী জ্বালানি মূল্য। লিটারপিছু আজ সেখানে পেট্রল ও ডিজেলের দাম ১১৩.৮০ টাকা এবং ১০৪.৭৫ টাকা। মহানগরগুলির মধ্যে সর্বপ্রথম মুম্বইতেই পেট্রল একশোর গণ্ডি পেরিয়েছিল। এদিকে চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের মূল্য ১০৫ টাকা ছুঁইছুঁই। এদিন এক লিটার পেট্রল মিলছে ১০৪.৮৩ টাকার বিনিময়ে। ডিজেল মূল্য ১০০.৯২ টাকা।

Advertisement

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতের বাজারে তার প্রভাব পড়ছে। ফলে লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। এই মূল্য অনুযায়ী ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়াম নিজেদের মূল্য নির্ধারণ করছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খোলাবাজারেও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশছোঁয়া। চূড়ান্ত ভোগান্তি গৃহস্থের। প্রতিদিনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে আক্রমণ করছে বিরোধীরা। কিন্তু নিট ফল সেই শূন্য।

[আরও পড়ুন: আগামী সপ্তাহে আগরতলায় প্রথম জনসভা অভিষেকের, তার আগে TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ