BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাখির চোখ একুশের ভোট, প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’ বঙ্গ মণীষীদের জীবনদর্শন

Published by: Paramita Paul |    Posted: November 29, 2020 12:02 pm|    Updated: November 29, 2020 2:36 pm

PM Narendra Modi Praises for Sree Aurobindo and Manmohona Basu | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭১ তম ‘মন কি বাত’ জুড়ে রইলেন বঙ্গের মণীষীরা। তাঁদের জীবনদর্শণ, অবদান, দৃষ্টিভঙ্গি উঠে এল প্রধানমন্ত্রীর কথায়। রীতিমতো বাংলায় কবিতা আবৃত্তি করলেন তিনি।

বিজেপির পাখির চোখ একুশের ভোট। আর তাই বঙ্গবাসীর মন জয় করতে মরিয়া তাঁরা। ওয়াকিবহাল মহল বলছে,  তারই অঙ্গ হিসেবে এদিন ‘মন কি বাতে’ প্রধানমন্ত্রী বললেন শ্রী অরবিন্দের কথা। তুলে আনলেন মনমোহন বসুর কথাও।  কৌশলীভাবে অরবিন্দের স্বদেশি দর্শনের সঙ্গে জুড়ে দেন ভোকাল ফর লোকাল-কে। মোদির কথায়, অরবিন্দের স্বদেশি দর্শন ভোকাল ফর লোকালের পথ দেখাচ্ছেন। ৫ ডিসেম্বর ঋষি অরবিন্দের জন্মদিন। এদিন  সে কথাও তুলে ধরলেন তিনি। 

[আরও পড়ুন : আদানির কয়লা প্রকল্পে ঋণ দিলে ছিন্ন হবে সম্পর্ক! SBI-কে হুঁশিয়ারি বিনিয়োগকারী সংস্থার]

তবে একা অরবিন্দ নন, এদিন প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে ১৯ শতকের কবি মনোমোহন বসুর কথা। তাঁর কবিতার দু’লাইন আবৃত্তি করে শোনান তিনি। শোনালেন, “ছুঁই সূতো পর্যন্ত আসে তুঙ্গ হ’তে, দীয়াশলাই কাটি, তাও আসে পোতে, প্রদীপটি জ্বালিতে, খেতে, শুতে, যেতে, কিছুতেই লোক নয় স্বাধীন!’’ ‘মন কি বাতে’ প্রধানমন্ত্রীর বঙ্গপ্রীতি দেখে রাজনৈতিক মহলের ধারণা, একুশের ভোটের আগে বাংলার মানুষের মন জয় করার কোনও রাস্তায় ছাড়তে চায় না বিজেপি। তাই দুর্গাপুজোয় বাঙালি সাজ, বাংলায় শুভেচ্ছা বার্তা থেকে মন কি বাতে বঙ্গ মণীষীদের কথা তুলে আনছেন প্রধানমন্ত্রী। 

রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছেন আন্দোলনকারী কৃষকরা। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী ৭১ তম ‘মন কি বাত’ সম্প্রচার শুরু হয়। আধঘণ্টার সেই অনুষ্ঠানে কৃষক বিক্ষোভ নিয়ে একটা শব্দও খরচ করলেন না নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।  

এদিন নয়া কৃষি আইন চাষিদের জন্য নতুন সুযোগ-সুবিধা এনে দিয়েছে বলে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “নয়া কৃষি আইন দেশের কৃষকদের জন্য নতুন এক দুনিয়ার দরজা খুলে দিয়েছে। তাঁদের হাতে পরানো শিকল ভেঙে দিয়েছে। নতুন অধিকার প্রতিষ্ঠিত করেছে।”  এ কথা বলতে গিয়ে তিনি রাজস্থান, মহারাষ্ট্রের একাধিক কৃষকের কথাও তুলে ধরেন। এই ইস্যুতে তুলোধোনা করেন বিরোধীদেরও। প্রধানমন্ত্রীর অভিযোগ, অতীতে কৃষকদের কথা ভাবতেন না কেউ। নিজেদের স্বার্থে কৃষকদের উন্নয়নের কথা ভাবেনি বিরোধীরা।

[আরও পড়ুন : চাপ বাড়ল মধ্যবিত্তর, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নিয়মে বড় বদল

তবে এদিনও করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত নিয়ম মেনেই চলতে হবে। লকডাউন উঠে গেলেও কোভিডবিধি মেনে চলারও আরজি জানান তিনি। 

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে