Advertisement
Advertisement

Breaking News

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৪ লক্ষ কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল

বুধবার একথা ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

Railways to hire 4 lakh employees, says Piyush Goyal
Published by: Sayani Sen
  • Posted:January 23, 2019 8:07 pm
  • Updated:January 23, 2019 8:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল৷ উচ্চবর্ণের সংরক্ষণের পর এই প্রথমবার কর্মী নিয়োগের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ তিনি জানান, ‘‘ভারতীয় রেল গত বছর ১.৫০ লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল৷ ইতিমধ্যেই তাঁদের নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে৷ বর্তমানে বেশ কয়েকজন কর্মী অবসর নিয়েছেন৷ তার ফলে আরও ২.২৫-২.৫০ লক্ষ শূন্যপদ তৈরি হয়েছে৷ আগামী ২০২১ সালের মধ্যে প্রায় ৪ লক্ষ কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল৷’’

অধিকাংশ যুবক-যুবতীরা রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি চাকরি করার ইচ্ছাপ্রকাশ করেন৷ সেকথা মাথায় রেখে চাকরির নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন পীযূষ গোয়েল৷ তিনি বলেন, ‘‘ভারতীয়রা সাধারণত চাকরির নিশ্চয়তা নিয়ে একটু বেশি ভাবেন৷ অনেকেই ভাবেন সরকারি চাকরি পেলে ভবিষ্যৎ নিয়ে আর বিশেষ মাথা ঘামাতে হবে না৷ ভারতীয় রেলও কর্মীদের জন্য যথেষ্ট নিরাপত্তার বন্দোবস্ত করে৷’’ মন্ত্রী এদিন আরও বলেন, ‘‘যদি কোনও কর্মী তাঁদের কাজ ঠিকভাবে না করেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে ভারতীয় রেল৷’’

Advertisement

[‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পে বিজ্ঞাপনের খরচ বরাদ্দ অর্থের অর্ধেকের বেশি!]

এদিন সাংবাদিক বৈঠকে বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি পীযূষ গোয়েল৷ মোদি সরকার ক্ষমতায় আসার আগে দেশে কর্মহীনের সংখ্যা কম ছিল না বলে সমালোচনা করেছিলেন তিনি৷ তিনি বলেন, ‘‘শূন্যপদের নিরিখে প্রচুর সংখ্যক আবেদন পত্র জমা পড়ছে৷ হিসাবের নিরিখে বোঝা যায় কত বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী রয়েছে এই দেশে৷’’ মন্ত্রী আরও বলেন, ‘‘গত পাঁচ বছরে মোদি সরকার চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে প্রচুর কর্মী নিয়োগের বন্দোবস্তও করেছে৷’’

Advertisement

[রাহুলের পর সুরেশ প্রভু, টুইটে নেতাজির মৃত্যুদিন লিখে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী]

সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে ভারতীয় রেলে বিপুল কর্মী নিয়োগের ঘোষণাকে ভোটবাক্স শক্তিশালী করার হাতিয়ার হিসাবে মোদি সরকার কাজে লাগাচ্ছে বলেই দাবি বিরোধীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ