Advertisement
Advertisement

Breaking News

নির্বাচনের আগে বড় চমক! মহিলাদের বিনামূল্যে মোবাইল দেবে বিজেপি সরকার

ঘোষিত হল ডিজিটাল ইন্ডিয়ার অন্তর্ভুক্ত নয়া প্রকল্প৷

 Rajasthan govt to give free mobile phones to women
Published by: Tanujit Das
  • Posted:September 4, 2018 8:44 pm
  • Updated:September 4, 2018 8:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষ হলেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন৷ বিভিন্ন ইস্যুতে এমনিতেই বেশ চাপে রাজ্য সরকার৷ এমত পরিস্থিতিতে ভোটব্যাংকের ভাঙন আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পকে সম্বল করতে চাইছে রাজস্থান সরকার৷ দারিদ্র সীমার নিচে বসবাসকারী রাজ্যের মহিলাদের বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷

[মানস সরোবরের পথে আমিষ খেয়েছেন রাহুল! ফের বিতর্কে কংগ্রেস সভাপতি]

Advertisement

কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়ার প্রজেক্টের অধীনে এই নয়া প্রকল্প ঘোষণা করেছে রাজস্থানের ক্ষমতাসীন বিজেপি সরকার৷ কেবল ফোন দিয়েই দায় ঝাড়তে চাইছেন না মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷ রাজ্যের মানুষের মন পেতে কার্যত কল্পতরু হয়েছে তাঁর সরকার৷ জানা গিয়েছে, রাজ্যের পাঁচ হাজার গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবাও প্রদান করবে সরকার৷ এই প্রকল্প ঘোষণার সময় সরকারের পরিকল্পনা স্পষ্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, একটি অ্যাপের মধ্যে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে আনার কাজ চলছে৷ যার মাধ্যমেই রাজ্য সরকারের প্রকল্পগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য মিলবে৷ ফলে রাজ্যের গরিব মানুষদের হাতে ফোন এলে, ওই অ্যাপের মাধ্যমেই প্রকল্প সংক্রান্ত তথ্য তাঁরা পেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বসুন্ধরা সিন্ধিয়া৷ তবে এই প্রথম এমন ধরনের প্রকল্প ঘোষণা করছে না রাজস্থান সরকার৷ গত মাস থেকে ই-ওয়ালেট পরিষেবা চালু করেছে তারা৷

Advertisement

[বদলির নির্দেশ অমান্য করলে আটকাবে পদোন্নতি, কড়া পদক্ষেপ রেলের]

যদিও সরকারে এই প্রকল্পের পিছনেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে সরব হয়েছে কংগ্রেস৷ তাঁদের অভিযোগ, যখন রাজ্যের কৃষকরা সঠিক শস্যের দাম পাচ্ছেন না৷ ঋণে ডুবে রয়েছেন তাঁরা৷ তখন এমন প্রকল্প চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয় বলে অভিযোগ করেছে কংগ্রেস শিবির৷ আগামী বছরের শুরুতেই শেষ হচ্ছে রাজস্থান বিধানসভার মেয়াদ৷ যদিও অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা৷ কৃষকদের মধ্যে সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছে অসন্তোষ৷ যাতে হাতিয়ার করে কোমর বেঁধে রাজস্থানে ঝাঁপাচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস৷ যথেষ্ট চাপে রয়েছে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নেতৃত্বাধীন রাজস্থানের বিজেপি সরকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ