Advertisement
Advertisement

Breaking News

সবরীমালার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ভক্তের

শরীরের ৬০ শতাংশই পুড়ে গিয়েছে তাঁর৷

Sabarimala protestor sets himself ablaze
Published by: Sayani Sen
  • Posted:December 13, 2018 2:53 pm
  • Updated:December 13, 2018 2:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবরীমালা ইস্যুতে কেরলে জারি অচলাবস্থা৷ এখনও অবস্থান বিক্ষোভে শামিল আয়াপ্পার ভক্তরা৷ এরই মাঝে মন্দিরের সামনে দাঁড়িয়ে গায়ে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি৷ অগ্নিদগ্ধ ওই বিক্ষোভকারীর শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছে৷ তিরুবনন্তপুরমে সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷

[#MeToo বিতর্কের জের, এডিটর্স গিল্ড থেকে বরখাস্ত এমজে আকবর]

২৮ সেপ্টেম্বর সবরীমালা ইস্যুতে যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট৷ মন্দিরে ৮ থেকে ৫০ বছর বয়সি ঋতুমতীরাও প্রবেশ করতে পারেন বলেই রায় দেয় সর্বোচ্চ আদালত৷ আয়াপ্পার ভক্ত এবং মন্দির কর্তৃপক্ষ সুপ্রিম রায়ের বিরোধিতায় সরব হন৷ তার জেরে এখনও পর্যন্ত কোনও ঋতুমতী মহিলাই ওই মন্দিরে প্রবেশ করতে পারেননি৷ আয়াপ্পা ভক্তদের আন্দোলন-বিক্ষোভ-প্রতিবাদে ফুঁসছে কেরল৷ এখনও জারি আন্দোলনের রেশ৷ এই আন্দোলনেই শামিল ছিলেন বছর ঊনপঞ্চাশের বেণুগোপাল নাইয়ার৷ তিনি মুতাড্ডার বাসিন্দা৷ বুধবার গভীর রাতে আচমকাই মন্দিরের সামনে গায়ে আগুন লাগিয়ে দেন বেণুগোপাল৷ অগ্নিদগ্ধ অবস্থায় ‘স্বামী স্মরণম’ বলে চিৎকারও করতে শুরু করেন তিনি৷ অগ্নিদগ্ধ ভক্তের চিৎকারেই গভীর রাতে ঘুম ভেঙে যায় স্থানীয়দের৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, জ্বলন্ত অবস্থায় বেশ কিছুক্ষণ তাঁকে ছুটোছুটি করতে দেখা যায়৷ তড়িঘড়ি অগ্নিদগ্ধকে উদ্ধার করেন তাঁরা৷ গুরুতর অসুস্থ অবস্থায় তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেণুগোপালকে৷ আপাতত ওই হাসপাতালেই ভরতি রয়েছেন তিনি৷

Advertisement

[পাঁচ রাজ্যের পর অসমের পঞ্চায়েত নির্বাচনেও বেকায়দায় বিজেপি]

চিকিৎসকেরা জানান, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ ওই আয়াপ্পা ভক্তের শরীরের ৬০ শতাংশই পুড়ে গিয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করেছেন বেণুগোপাল৷

Advertisement

[‘প্রিয়াঙ্কাকে নিয়ে দেশ ছেড়ে পালাব না’, ইডি প্রসঙ্গে মেজাজ হারালেন রবার্ট]

যদিও বিক্ষোভকারীদের দাবি মানতে নারাজ পুলিশ আধিকারিকরা৷ তাঁদের দাবি, বেণুগোপাল মদ্যপ অবস্থায় প্রতিদিনই অশান্তি করতেন৷ পারিবারিক অশান্তির জেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ভক্ত৷ এই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে আর কোনও অশান্তি তৈরি না হয় তাই মন্দির চত্বরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ