Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

প্রিয়াঙ্কা-সোনিয়ার হস্তক্ষেপে কাটল জট! উত্তরপ্রদেশে জোট সপা-কংগ্রেসের, ঘোষণা অখিলেশের

'সব ভালো যার শেষ ভালো', বলছেন সমাজবাদী পার্টির নেতা।

Seat sharing at Uttar Pradesh almost finalized between Congress and Samajwadi Party | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 21, 2024 4:07 pm
  • Updated:February 21, 2024 9:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কাটছে ইন্ডিয়া জোটের জট? সেরকমই ইঙ্গিত দিলেন অখিলেশ যাদব। হাসিমুখে জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকছেই। আজকের মধ্যেই আসন রফা নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়ে যাবে বলে সূত্রের খবর।

উত্তরপ্রদেশের ৮০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যাপক টালবাহানা চলছিল সমাজবাদী পার্টি (Samajwadi Party) ও কংগ্রেসের মধ্যে। তবে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, “সব ভালো যার শেষ ভালো। অবশ্যই আমাদের জোট থাকছে, কোনও সংঘাত নেই। সমস্তকিছুই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: চাপ বাড়াচ্ছে কেন্দ্র, এবার সন্দেশখালিতে আদিবাসী কমিশন, ডিজি-মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব]

সূত্রের খবর, শেষ পর্যন্ত ১৭টি আসনে লড়বে কংগ্রেস (Congress)। বাকি ৬২টি আসনে লড়বেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। একটি আসন রাখা হবে চন্দ্রশেখর আজাদের সমাজ পার্টির জন্য। এছাড়াও আলাদা আলাদা আসন নিয়ে দুই দলের সংঘাত মেটার পথেই। জানা গিয়েছে, মোরাদাবাদের আসনটি সপাকে ছেড়ে দেবে কংগ্রেস। তার বদলে বারাণসীতে লড়বেন কংগ্রেস প্রার্থী। হাথরস ও সীতাপুরেও দুই দলের সমঝোতা হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। তার বিনিময়ে মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টিকে একটি আসন ছাড়বে কংগ্রেস। 

Advertisement

কী করে মিটল আসন সমস্যা? জানা গিয়েছে, নেপথ্যে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) ও সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। আসন রফা নিয়ে আলাদা করে রাহুল গান্ধী ও অখিলেশ সিংয়ের সঙ্গে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এছাড়াও উত্তরপ্রদেশের রাজ্য নেতৃত্ব যে বেশ কয়েকটি আসন নিয়ে অবাস্তব দাবি করছেন, সেই বিষয়টি নেতাদের বোঝান সোনিয়া। তার পরেই সম্ভবত বরফ গলেছে। খুব তাড়াতাড়ি উত্তরপ্রদেশের আসন রফা নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে অখিলেশের ইঙ্গিত।

[আরও পড়ুন: কৃষক বিক্ষোভে ফের ধুন্ধুমার পাঞ্জাব-হরিয়ানা সীমানা, পঞ্চম পর্যায়ে বৈঠকের প্রস্তাব সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ