Advertisement
Advertisement

Breaking News

INDIA

উত্তরপ্রদেশেও ইন্ডিয়া জোটে জট! ভেস্তে যাওয়ার মুখে সপা-কংগ্রেসের আসনরফা

২-৩টি আসনের জন্য জোট ভাঙার মুখে।

Signs of fresh trouble for the INDIA Opposition bloc in Uttar Pradesh | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:February 20, 2024 6:19 pm
  • Updated:February 20, 2024 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল বাংলা দিয়ে। ইন্ডিয়া (INDIA) জোটে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলার ৪২ আসনে একাই লড়বে তাঁর দল তৃণমূল। মমতার সেই ঘোষণার পরই রাজ্যে রাজ্যে ইন্ডিয়া জোটে জটের খবর প্রকাশ্যে আসা শুরু করেছে। পাঞ্জাবে ইতিমধ্যেই আপ এবং কংগ্রেস আলাদা করে লড়াই করার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। মেঘালয়েও কোনওরকম জোট হচ্ছে না। আসন রফায় সমস্যা হচ্ছে কাশ্মীরেও।

যে কয়েকটি রাজ্যে শুরু থেকে আসনরফা নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলছিল, সেই তালিকায় ছিল উত্তরপ্রদেশও। এবার সেই উত্তরপ্রদেশেও ইন্ডিয়া জোটে জট তৈরি হয়ে গেল। শোনা যাচ্ছে, কংগ্রেস (Congress) এবং সমাজবাদী পার্টির (Samajwadi Party) মধ্যে আসনরফা কার্যত ভেস্তে যাওয়ার দিকে। দুই শিবিরই দীর্ঘদিন নিজেদের মধ্যে আলোচনা করেছে। আলোচনার শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু কয়েকটি আসন নিয়ে দুই শিবিরই অনড়। যার জেরে সমঝোতা ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: তিন সেনাকর্তাকে ফাঁসির সাজা মায়ানমারে! কেন এই পদক্ষেপ জুন্টার?]

সূত্রের খবর, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতার মূল বাধা ২-৩টি আসন। অখিলেশ শুরুতে কংগ্রেসকে ১১টি আসন দিতে চেয়েছিলেন। কংগ্রেস চেয়েছিল ২০টি আসন। পরে আরএলডি বিজেপির হাত ধরায় কংগ্রেসকে আরও ৪টি আসন ছাড়তে রাজি হয় সপা (SP)। কিন্তু কংগ্রেস ২০টি আসনের নিচে নামতে রাজি নয়। হাত শিবির জানিয়ে দেয়, যে কোনও মূল্যে বিজনৌর এবং মোরাদাবাদ আসনদুটিতে তারা লড়তে চায়। কিন্তু অখিলেশ ওই দুটি আসন ছাড়তে রাজি নন। ওই দুই আসন নিয়ে ঝামেলার জন্যই জোট ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সপা সূত্রের খবর, শেষ পর্যন্ত সপা কংগ্রেসকে ১৭টি পর্যন্ত আসন ছাড়তে রাজি হয়, তার চেয়ে বেশি নয়। কংগ্রেস অন্তত ১৯টি আসনের দাবিতে অনড়। এদিকে রাহুলের ভারত ন্যায় যাত্রা এখন উত্তরপ্রদেশে। কিন্তু আসন সমঝোতা না হওয়ায় সমাজবাদী পার্টি তাতে অংশ নিচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: নাভালনির মৃত্যু নিয়ে মুখ খুললেন ট্রাম্প, তবে পুতিনের বদলে দুষলেন বাইডেনকে, কেন?]

এদিকে আসনরফা নিয়ে সমস্যার মধ্যেই মঙ্গলবার সমাজবাদী পার্টি ছেড়েছেন বর্ষীয়ান নেতা স্বামীপ্রসাদ মৌর্য। দলের প্রাথমিক সদস্যপদ এবং এমএলসি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন স্বামীপ্রসাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ