Advertisement
Advertisement

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হতে পাকিস্তানকে খোঁচা মোদির

আফগানিস্তানের মাটি থেকে জঙ্গি কার্যকলাপকে সমূলে উৎখাত করার বিষয়েও গুরুত্ব দেন মোদি৷

silence, inaction against terrorism will only embolden terrorists pm modis veiled attack on pakistan​
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 1:44 pm
  • Updated:December 4, 2016 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হোন৷ নচেৎ নীরবতা সন্ত্রাসবাদকে আরও শক্তিশালী করে তুলবে৷ অমৃতসর আয়োজিত হার্ট অফ এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে পাকিস্তানকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধেই নয়, যারা সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে, আর্থিক সাহায্য করছে ভারত তাদেরও বিপক্ষে বলে জানান মোদি৷ বলেন, আফগানিস্তানের সংসদ ভবনে পূনর্গঠন করে ভারত তার কথা রেখেছে৷ তাঁর দাবি, সন্ত্রাস আফগানিস্তানেরও শান্তি বিঘ্নিত করছে৷

এবার, ভারতের অমৃতসরে অনুষ্ঠিত ১৬ তম ‘হার্ট অফ এশিয়া’ কনফারেন্সের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগান প্রধানমন্ত্রী আসরফ ঘানি৷ পাশাপাশি পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, রাশিয়া, সৌদি আরব, চিন, সহ মোট ১৪টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছে৷

Advertisement

এদিকে পাকিস্তানকে পাশ কাটিয়ে সম্মেলনের ফাঁকেই আফগান প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, বৈঠকে মূলত বানিজ্য ও প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে৷ বৈঠকে আফগানিস্তানের গঠনমূলক কাজকর্ম, স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত৷ একইসঙ্গে আফগানিস্তানের মাটি থেকে জঙ্গি কার্যকলাপকে সমূলে উৎখাত করার বিষয়েও গুরুত্ব দেন মোদি৷

এদিকে ভারত-আফগান বানিজ্যের ক্ষেত্রে তাদের দেশের রাস্তা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান৷ সেকারণে আকাশপথে যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকে সেবিষয়েও আফগান প্রেসিডেন্টের সঙ্গে মোদির আলোচনা হয়৷ প্রসঙ্গত, কিছুদিন আগে পাক হাইকমিশনার ভারতকে পরোক্ষভাবে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়৷ পাক হাইকমিশনার আবদুল বসিত বলেন, আয়োজক দেশের তরফে প্রস্তাব এলে পাকিস্তান হার্ট অফ এশিয়া কনফারেন্সের ফাঁকে আলোচনার জন্য তৈরি৷ এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখ্য উপদেষ্টা সরতাজ আজিজও৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement