Advertisement
Advertisement

Breaking News

নিয়ন্ত্রণরেখা

উত্তপ্ত নিয়ন্ত্রণরেখায় পাক সেনার ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে পাক ব্যাট টিম, প্রকাশ্যে ভিডিও৷

The Indian troops on monday decimated some pakistani posts
Published by: Tanujit Das
  • Posted:September 9, 2019 8:04 pm
  • Updated:September 9, 2019 8:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর থেকে নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বারবার সংঘর্ষ বিরতি ভাঙছে পাক সেনা৷ মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে অনুপ্রবেশে সাহায্য করেছে রাওয়ালপিণ্ডি৷ এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালির পান্ডু এলাকায় পাক সেনার একটি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা।

[ আরও পড়ুন: কাশ্মীরের সেনা ক্যাম্পে হামলার ছক, সোপিয়ান দিয়ে অনুপ্রবেশের চেষ্টা লস্কর জঙ্গিদের ]

Advertisement

সূত্রের খবর, সোমবার সকালে নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙেছে পাক সেনা৷ ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গোলা, গুলি চালায় এবং সীমান্তের কাছের গ্রামগুলিকে টার্গেট করে তারা৷ পালটা উত্তর দেয় ভারতীয় জওয়ানরাও৷ পাক সেনার পোস্টগুলিকে লক্ষ্য করে যথাযথ উত্তর দেন জওয়ানরা৷ আর সেই লড়াইয়ে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালির পান্ডু এলাকায় পাক সেনার একটি ঘাঁটি ধ্বংস করেন ভারতীয় সেনা জওয়ানরা৷ গোয়েন্দা সূত্রে আগেই জানা গিয়েছে যে, নিয়ন্ত্রণ রেখার বাগ ও কোটি সেক্টরে থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ২০০০-এরও বেশি পাক সেনা মোতায়েন করেছে পাকিস্তান। এছাড়া পাক সেনাঘাঁটিগুলিতে আত্মগোপন করেছে পঞ্চাশেরও বেশি জঙ্গি৷ আইএসআই-এর মদতে জোর কদমে জঙ্গি নিয়োগ করছে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদ৷

Advertisement

[ আরও পড়ুন: লুঙ্গি পরে ট্রাক চালালেই ২ হাজার টাকা জরিমানা, নয়া ফরমান যোগী সরকারের ]

অন্যদিকে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) যে ভারতে প্রবেশের চেষ্টা করছে তার অকাট্য প্রমাণ মিলল সোমবার৷ আগস্টের প্রথম সপ্তাতেই পাক অনুপ্রবেশের যে ষড়যন্ত্র বানচাল করেছিল ভারতীয় সেনা, এ দিন প্রকাশিত হয়েছে তার ভিডিও৷ যাতে দেখা গিয়েছে ভারতীয় জমিতে পড়ে রয়েছে পাক ব্যাট সেনার ছিন্নভিন্ন দেহ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ