Advertisement
Advertisement
TMC leader Anubrata Mandal prays to God for daughter's bail

Anubrata Mandal: ‘ঈশ্বর যেন বেল দিয়ে দেন’, মেয়ের জামিন মামলা নিয়ে প্রার্থনা অনুব্রতর

ফের বাড়ল অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ।

TMC leader Anubrata Mandal prays to God for daughter Sukanya's bail । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:May 8, 2023 1:22 pm
  • Updated:May 8, 2023 4:30 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের বর্তমান ঠিকানা তিহাড় জেল। মেয়ের গ্রেপ্তারিতে অত্যন্ত বিব্রত বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বারবার জামিনের আরজি জানিয়েছেন তিনি। জামিনের আরজি জানিয়েছেন সুকন্যাও। আগামী ১২ মে ওই মামলার শুনানি। এখন অনুব্রতর ভরসা ঈশ্বর। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে বেরনোর সময় অনুব্রতর প্রার্থনা, “ঈশ্বর যেন বেল দিয়ে দেন।”

সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অনুব্রত। মেয়ে সুকন্যার সঙ্গে কী কথা হয় তাঁর, তা নিয়ে মুখ খোলেন। বলেন, “বাবা-মেয়ের মধ্যে যা কথা হয়। তাই হয়েছে।” আগামী ১২ মে সুকন্যার জামিন মামলার শুনানি। তা নিয়েও মুখ খোলেন অনুব্রত। তাঁর প্রার্থনা, “ঈশ্বর যেন বেল দিয়ে দেন।” নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন অনুব্রত। বলেন, “শরীর খুব খারাপ। বুকে ব্যথা। শ্বাসকষ্ট। সে কারণেই সংশোধনাগার পরিবর্তন করতে চাইছি।” জেলের বাইরের চিকিৎসক দেখানোর পরিকল্পনা চলছে বলেও জানান।

Advertisement

[আরও পড়ুন: রবীন্দ্রজয়ন্তীতে ফের একমঞ্চে বঙ্গ বিজেপি নেতৃত্ব, ‘খোলা হাওয়া’র অনুষ্ঠানে শুভেন্দু-সুকান্তরা]

গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগার পর এখন তাঁর বর্তমান ঠিকানা তিহাড় জেল। তবে তা সত্ত্বেও তৃণমূল জেলা সভাপতি পদের কোনও বদল হয়নি। দলের প্রতি আস্থা রয়েছে বলেও জানান অনুব্রতর গলায়। তবে সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কেমন ফল করতে পারে, তা নিয়ে একটি কথাও বলেননি গরু পাচার মামলায় ধৃত নেতা।
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: আমডাঙায় শুটআউট, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ