Advertisement
Advertisement

Breaking News

Farooq Abdullah

রাম ভজনে মজে ফারুক আবদুল্লা! ভাইরাল ভিডিও

এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না জম্ম ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Video showing Farooq Abdullah singing Ram Bhajan goes viral
Published by: Biswadip Dey
  • Posted:April 6, 2024 3:46 pm
  • Updated:April 6, 2024 3:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) কণ্ঠে রাম ভজন। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ন্যাশনাল কনফারেন্স প্রধান। কদিন আগেই তা জানিয়েছেন ফারুক পুত্র ওমর। এর মধ্যেই এবার প্রবীণ রাজনীতিককে দেখা গেল গানের সুরে ভাসতে।

ভিডিওয় দেখা গিয়েছে একমনে ‘ঢুন্ডো মোরে রাম’ গাইছেন ফারুক আবদুল্লা। বলা হচ্ছে, জম্মু ও কাশ্মীরের কাটরায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। আর সেখানেই তাঁর কণ্ঠে শোনা গেল এই গান। পরে ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফারুকের গানের প্রশংসা করেছেন অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: জোট জটে নওশাদকে আক্রমণ বাম-কংগ্রেসের, এড়িয়ে গেল তৃণমূল]

দীর্ঘ কয়েক দশক ধরে ভূস্বর্গের রাজনীতিতে ফারুক এক উল্লেখযোগ্য নাম। ১৯৮০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট চারবার শ্রীনগর থেকে সাংসদ হয়েছেন তিনি। ২০০২ এবং ২০০৯ সালে রাজ্যসভার সাংসদ হন। এছাড়াও দীর্ঘ সময় তিনি এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন।
এদিকে বুধবার শ্রীনগরের উপকণ্ঠে রাওয়লপোরা এলাকায় ন্যাশনাল কনফারেন্সের কর্মিসভায় যোগ দিয়েছিলেন ওমর। সেখানে তিনি বলেন, ‘’আমাদের নেতা ফারুক আবদুল্লা স্বাস্থ্যের কারণে লোকসভা ভোটে লড়বেন না।”

[আরও পড়ুন: ভোটের মুখে টাটাদের ফেরার প্রতিশ্রুতি লকেটের, ‘স্বপ্ন দেখছেন’ কটাক্ষ রচনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ