১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘চুড়ি পরে নেই, চাইলেই নষ্ট করতে পারি শান্তি’, হুমকি AIMIM বিধায়কের

Published by: Soumya Mukherjee |    Posted: March 2, 2020 9:22 pm|    Updated: March 2, 2020 9:27 pm

'We aren't wearing bangles': AIMIM leader threatens to disrupt peace

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক অশান্তির জ্বালা এখনও মেটেনি। এর মাঝেই ফের প্রকাশ্য জনসভায় উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগ উঠল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন(AIMIM)-র এক বিধায়কের বিরুদ্ধে। তাঁর নাম মুফতি মহম্মদ ইসমাইল। তাঁর বক্তব্যের ভিডিওটি ভাইরাল হতে বিতর্ক দানা বেঁধেছে। অবিলম্বে এই নেতাকে গ্রেপ্তার করার দাবি তুলেছে বিজেপি।

শনিবার মহারাষ্ট্রের মালিগাঁওয়ের একটি জনসভা বক্তব্য রাখতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক মুফতি। সেখানে গিয়ে স্থানীয় অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন নেতা রিজওয়ান খানের বাড়ির বাইরে গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘জনবসতিপূর্ণ শহরের মধ্যে প্রকাশ্যে এক রাজনৈতিক নেতার বাড়ির সামনে গুলি চালানো হল। তারপরও কোনও এফআইআর(FIR) হল না। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা মুসলিমরা শান্তিপ্রিয় বলেই এখনও এই বিষয়ে কোনও ব্যবস্থা নিইনি।’

[আরও পড়ুন: একরত্তি সন্তান কোলে কর্তব্যে অবিচল পুলিশকর্মী, ভাইরাল ছবি দেখে আপ্লুত নেটিজেনরা ]

 

এরপরই এই ঘটনার জন্য মহারাষ্ট্র পুলিশের সমালোচনা করে বলেন, ‘যদি এই ধরনের ঘটনা আমরা ঘটাতাম তাহলে পুলিশ এতক্ষণে এলাকা তোলপাড় করে ফেলত। তাদের আমি বলব, কী করে শান্তি বজায় রাখতে হয় তা আমরা জানি। পাশাপাশি চাইলেই শান্তি নষ্ট করতে পারি। আমরা চুড়ি পরে বসে নেই।’

[আরও পড়ুন: নামেও জাতীয়তাবাদের ছোঁয়া, জম্মুর ঐতিহাসিক সিটি চক হল ভারত মাতা চক]

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই অবশ্য তাঁর মন্তব্যের বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেন ওই বিধায়ক। বলেন, ‘আমি স্থানীয় একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছিলাম। কিন্তু, তা বিকৃত করে সবার সমানে প্রকাশ করা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র।’

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে