Advertisement
Advertisement

Breaking News

গরুচোর সন্দেহে ফের গণধোলাই, মৃত্যু ১ জনের

৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷

Youth lynched in Assam over cow theft suspicion

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 16, 2018 3:51 pm
  • Updated:August 16, 2018 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুচোর সন্দেহে ফের গণপিটুনিতে মৃত্যু হল একজনের৷ এবার ঘটনাস্থল গুয়াহাটি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরের আপার অসমের বিশ্বনাথের ডিপলুঙ্গা টি এস্টেট৷ আরও তিনজন জখম হয়েছেন৷ তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক৷    

[গোহত্যার প্রতিবাদ, উত্তরপ্রদেশের মন্দিরে কুপিয়ে খুন দুই সাধুকে]

সুটি থানার পুলিশের দাবি, চারজন মিলে অসমের বিশ্বনাথের ডিপলুঙ্গা টি এস্টেটের পাশ দিয়ে একটি ছোট গাড়িতে চড়ে যাচ্ছিলেন৷ ওই গাড়িতে দুটি গরুও ছিল৷ ভোর চারটে নাগাদ জনা কুড়ি স্থানীয় বাসিন্দা তাঁদের ঘিরে ধরে৷ গরুচোর বলে সন্দেহ করা হয় প্রত্যেককেই৷ গরুগুলি তাঁদের বলেই দাবি করেন চারজন৷ কিন্তু সেকথায় কান না দিয়েই শুরু হয় গণপিটুনি৷ লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ ঘটনাস্থলেই দেবেন রাজবংশী নামে একজন মারা যান৷ এই মারধরের ঘটনার ভিডিওই এখন সোশ্যাল সাইটে ভাইরাল৷ ফুলচাঁদ সাউ, বিজয় নায়েক ও পূজেন রাজবংশী নামে তিনজন গুরুতর জখম হন৷ তাঁদের তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ স্থানীয় হাসপাতালেই ভরতি রয়েছেন প্রত্যেকে৷

Advertisement
[মার্কিন মুলুকে শিশুপাচার, মুম্বই থেকে গ্রেপ্তার ৫ পাচারকারী]

আক্রান্তদের দাবি, মারধরের পর ওই চত্বর ছেড়ে চলে যায় হামলাকারীরা৷ রক্তাক্ত অবস্থাতেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন তাঁরা৷ কিন্তু কেউই তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেননি৷ ঘটনার খবর পাওয়ার বহুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা৷ চারজনকেই উদ্ধার করে পুলিশ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু দেবেন রাজবংশীকে বাঁচানো সম্ভব হয়নি৷ বাকি তিনজনকে ভরতি করা হয় হাসপাতালে৷ আক্রান্তদের দাবি, পুলিশও ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় বলেই অভিযোগ করেন তাঁরা৷ পুলিশ আগে পৌঁছালে দেবেন রাজবংশীকে বাঁচানো সম্ভব হত৷ পুলিশের দাবি, ওই গাড়ি থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে৷ তবে গরু দুটি আদৌ চুরি করা হয়েছিল নাকি আক্রান্তরাই গরুর মালিক তা এখনও জানা যায়নি৷ এর আগে গত এপ্রিলে, নগাঁও জেলায় গরুচোর সন্দেহে দু’জনকে পিটিয়ে খুন করা হয়৷ মাসচারেক কাটতে না কাটতেই আবারও গণপিটুনিতে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷   

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ