Advertisement
Advertisement
Suryakumar Yadav

Suryakumar Yadav: অর্শদীপকে আঙুল উঁচিয়ে হুমকি ক্ষুব্ধ সূর্যর! এর পর কী হল? দেখুন ভাইরাল ভিডিও

সূর্যর আচরণ মেনে নিতে পারছে না নেটপাড়া!

Suryakumar Yadav loses cool, gives death stare to Arshdeep Singh, video gone viral। Sangbad Pratidin

সূর্যর এই রেগে যাওয়ার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 16, 2023 2:50 pm
  • Updated:December 16, 2023 2:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় (South Africa) রয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) অবর্তমানে ব্যাপক অশান্তি লেগে গেল দলের ড্রেসিংরুমে। কারণ একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) তাঁর অন্যতম সতীর্থ অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যাচ্ছেন!

সূর্যর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তৃতীয় ম্যাচে করেছিলেন ৫৬ বলে ১০০ রান। ২০ ওভারের ফরম্যাটে তাঁর চতুর্থ সেঞ্চুরির জন্য ১০৬ রানে জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। তবে এহেন সূর্য কিন্তু এবার ব্যাপক বিতর্কে জড়ালেন। জাতীয় দলের সতীর্থ অর্শদীপয়ের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন সূর্য। কেন সূর্য এমন কাজ করেছিলেন, সেটা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নেটিজেনরাও তারকা ব্যাটারের আচরণ মেনে নিতে পারেননি।

Advertisement

[আরও পড়ুন: হার্দিক নাপসন্দ? মুম্বইয়ের মসনদ থেকে রোহিত সরতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সূর্যর!]

 

Advertisement

প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সূর্য এবং অর্শদীপকে টিম বাসে দেখা যাচ্ছে। টিম বাসের মধ্যে যেভাবে অর্শদীপের সঙ্গে সূর্য যেভাবে কথা বলছিলেন সেটা কেউই মেনে নিতে পারেনি। এই ঘটনা প্রকাশ হতেই সূর্যের সমালোচনা করেছেন অনেকে। ভিডিওতে দেখা যাচ্ছে সূর্য তাঁর দলের সতীর্থ অর্শদীপের দিকে আঙুল তুলে কথা বলছেন। ভাইরাল ভিডিও দেখে মনে হচ্ছে সূর্য হয়তো অর্শদীপের উপর কোনও কারণে রেগে গিয়েছিলেন। যেন নিজের রাগ প্রকাশ করছিলেন।

এমনিতে ঠান্ডা মাথার ছেলে বলেই পরিচিত সূর্য। অথচ তাঁকে এবার রাগতে দেখা গেল! দেখা গেল অগ্নিশর্মা মেজাজে। ভাইরাল হওয়া ভিডিও দেখে ক্রিকেটপ্রমীদের একাংশ মনে করছেন এক দিনের সিরিজ শুরুর আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে।

[আরও পড়ুন: দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সে ৩৪৭ রানে জয়, ২৫ বছর পুরনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে হারাল ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ