Advertisement
Advertisement

Breaking News

Naktala

নাকতলার ফ্ল্যাটে মিলল লেডি ব্রাবোর্নের ছাত্রীর ঝুলন্ত দেহ, ডায়েরিতে লেখা, ‘কেউ ভালবাসে না’

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

A student of Kolkata allegedly commits suicide | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 19, 2022 1:38 pm
  • Updated:December 19, 2022 1:45 pm

অর্ণব আইচ: খাস কলকাতায় কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু।নাকতলার (Naktala) ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ডায়েরিতে লেখা, “কেউ ভালবাসে না, কিছু করতে পারছি না।” তবে কী মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত? নাকি নেপথ্যে অন্য কিছু? জানার চেষ্টায় নেতাজিনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম রৌণক আহমেদ। বয়স মাত্র ১৯ বছর। লেডি ব্রাবোর্ন কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। পরিবারের সঙ্গে নাকতলা এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। পরিবার সূত্রে খবর, সোমবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ মা ডাকতে যান রৌণককে। কিন্তু তিনি কোনও সাড়াশব্দ পাননি। দীর্ঘক্ষণ পর ঘর খোলা সম্ভব হলে উদ্ধার হয় রৌণকের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নেতাজিনগর থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, রৌণকের ঘর থেকে একাধিক ডায়েরি মিলেছে। যার কোনওটিতে লেখা, “কেউ ভালবাসে না।” কোথাও আবার লেখা, “কিছু করতে পারছি না।” ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে ছাত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজনৈতিক দল বা মতবাদের তাঁবেদারি করছি না’, মেডিক্যালের পড়ুয়াদের পাশে কৌশিক সেন]

তবে পরিবারের দাবি, রবিবার রাতেও মেয়ের মধ্যে কোনওরকম অস্বাভাবিকত্ব দেখতে পাননি তাঁরা। একসঙ্গে বসে সকলে ফুটবল বিশ্বকাপ দেখেছেন। রাতে খাওয়া দাওয়ার সেরেছেন একইসঙ্গে। তারপর সকলে ঘুমতে চলে যান। মাঝের সময়টুকুতে কী এমন ঘটে গেল, যাতে চরম সিদ্ধান্ত নিলেন রৌণক? এটাই এখন প্রশ্ন।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে কথা বলা হবে মৃতার পরিবার ও বন্ধুদের সঙ্গে। প্রনয়ঘটিত কোনও অবসাদ ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। রাতে একসঙ্গ হইহই করে খেলা দেখার পর মেয়ের এই পরিণতি মেনে নিতে পারছেন না রৌণকের বাবা-মা।  

[আরও পড়ুন: পৌষের শুরুতে বাড়ল তাপমাত্রা, বড়দিনের আগে বঙ্গে ফের উধাও হবে শীত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ