Advertisement
Advertisement
Calcutta HC seeks report on Howrah violence

হাওড়ার অশান্তির ঘটনায় রিপোর্ট তলব হাই কোর্টের, সিসিটিভি ফুটেজ পেশের নির্দেশ

চলতি সপ্তাহেই ফের শুনানির সম্ভাবনা।

Calcutta HC seeks report on Howrah violence । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 3, 2023 12:22 pm
  • Updated:April 3, 2023 12:43 pm

গোবিন্দ রায়: হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ৫ এপ্রিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। পরদিন অর্থাৎ ৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাওড়া এবং ডালখোলায় অশান্তি মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী দাবি করেন, “পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।” এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানান মামলাকারী। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশের উচিত কোনও নিরীহ মানুষ বিব্রত হচ্ছেন কিনা সেদিকে নজর রাখা। এলাকার শিক্ষামূলক প্রতিষ্ঠান, দোকানবাজার যাতে বিনা বাধায় খোলা যেতে পারে, তাও নিশ্চিত করা উচিত রাজ্যেরই। আগামী ৫ এপ্রিলের মধ্যে প্রধান বিচারপতি ঘটনার রিপোর্ট তলব করেন। আদালতে ওইদিনের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও আদালতে পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি। আগামী ৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]

উল্লেখ্য, গত ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের ফজির বাজারের পিএম বস্তি এলাকা। মিছিল চলাকালীন জি টি রোডের উপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয়দের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে যায়। প্রচুর বহিরাগত যুবক বাইক নিয়ে এসে এলাকায় চড়াও হয়। তাদের হাতে ছিল হকি স্টিক, তরোয়াল। একে অপরের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া হল বেশকিছু ট্রলি ভ্যান, ম্যাটাডোর ও ছোট হাতি গাড়িতেও। ঘটনার পর কড়া বিবৃতি জারি করেন রাজ্যপাল। হাওড়ার পরিস্থিতির দিকে নজরদারিতে বিশেষ সেলও গঠন করা হয়।

Advertisement

[আরও পড়ুন: তিন বছর পরে ইডেনে ফিরছে আইপিএল, কেকেআর ম্যাচে থাকছে মায়াবী ড্রোন শো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ