Advertisement
Advertisement
Childhood Scoliosis

শিশুদের স্কোলিওসিস মোকাবিলায় অনুষ্ঠিত হল যুগান্তকারী এক সেমিনার, আয়োজনে স্বনামধন্য তিন সংস্থা

শিশুদের স্কোলিওসিস যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তাহলে এটি শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।

Kolkata Hosts Landmark Seminar: IAP, WBAP, SRF Empower Paediatricians for Childhood Scoliosis
Published by: Buddhadeb Halder
  • Posted:July 5, 2025 10:06 pm
  • Updated:July 7, 2025 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ একটি যুগান্তকারী সেমিনার অনুষ্ঠিত হয় কলকাতার গোল্ডেন জুবিলি পেডিকন হলে। আয়োজনে ছিলেন স্বনাম ধন্য তিন সংস্থা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP), ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (WBAP) এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশন (SRF)। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে। সাধারণের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল সেমিনারটির মূল উদ্দেশ্য। এই সেমিনারের মাধ্যমে স্কোলিওসিসের প্রাথমিক লক্ষণ, সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন অভিজ্ঞ চিকিৎসকেরা।

Advertisement

Kolkata Hosts Landmark Seminar: IAP, WBAP, SRF Empower Paediatricians for Childhood Scoliosis

উল্লেখ্য যে শিশুদের স্কোলিওসিস একটি ভয়াবহ সমস্যা। এই রোগে শিশুর মেরুদণ্ড একপাশে বেঁকে যায়। এই রোগ শিশুদের মধ্যে বয়ঃসন্ধিকালের আগেই দেখা যায়। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের মাননীয় সম্পাদক ড. মিহির সরকার বলেন, “শিশুদের স্কোলিওসিস যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তাহলে এটি শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। তাড়াতাড়ি রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা বেছে নেওয়াই এর একমাত্র সমাধান।”

এই সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্কোলিওসিসের প্রাথমিক লক্ষণ, কখন এবং কীভাবে রোগীকে সাহায্য করতে হবে, এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি (যেমন কনজারভেটিভ ও সার্জিক্যাল ম্যানেজমেন্ট) নিয়ে আলোচনা করেন। এছাড়াও শিশুর এই জটিল রোগ মোকাবিলায় পরিবারের ভূমিকা কী হওয়া উচিৎ তা নিয়েও বিশদে বক্তব্য রাখেন।

স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি এবং কোঠারি মেডিকেল সেন্টারের স্পাইন সার্জারি বিভাগের প্রধান ড. সৌম্যজিৎ বসু জানান, “স্কোলিওসিস শুধু মেরুদণ্ডের সমস্যা নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, স্বাভাবিক বেড়ে ওঠা ও জীবনযাত্রার মানকেও প্রভাবিত করে। সঠিক চিকিৎসার মধ্যে দিয়েই এই জটিল রোগ মোকাবিলা করা সম্ভব।”

আজকের এই সেমিনার চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন বার্তা বয়ে আনল।। এটি পেডিয়াট্রিক্স এবং স্পাইন কেয়ার কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement