BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই’, ফের ডিএ আন্দোলনকারীদের তোপ মমতার

Published by: Tiyasha Sarkar |    Posted: March 30, 2023 3:45 pm|    Updated: March 30, 2023 5:35 pm

Mamata Banerjee slams DA protestors from dharna at Red Road | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় ডিএ আন্দোলনকারীরা। ধরনামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের দাবি করলেন, যাঁরা চিরকুটে চাকরি পেয়েছেন, তাঁরাই নাকি আন্দোলন করছেন ডিএ’র দাবিতে। বললেন, ‘টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই’। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধিরা।

বুধবার ধরনামঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের চোর, ডাকাত বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের সেই একই মেজাজে দেখা গেল তাঁকে। বিক্ষুব্ধ সরকারি কর্মীদের ফের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, “যাঁরা আন্দোলন করছে, সব কটা চিরকুটে চাকরি পেয়েছে। টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে তারপর আরও চাই।” এদিন মমতা দাবি করেন, ষষ্ঠ পে কমিশন অনুযায়ী এরিয়ার দেওয়া হয়েছে। ১০৬ শতাংশ ডিএ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Mamata

[আরও পড়ুন: মদন মিত্রের ‘ছায়াসঙ্গী’র নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার তাজা বোমা, তুঙ্গে শাসক-বিরোধী তরজা]

শুধু তাই নয়, এদিন ধরনামঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের পাশাপাশি বামেদেরও কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চিরকুট ধারি পার্টি একটা। ৫৫-৬০ হাজার টাকা পেনশন পায় এখনও কর্মীরা। আমি তো একটাকেও তাড়াইনি। সব এখনও বিভিন্ন দপ্তরে বসে আছে। ওরাই কাগজ পত্র এদিক ওদিক করছে।” এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি কো-অর্ডিনেশন কমিটিকে নির্দেশ দিয়েছেন সব কাগজ বের করার। তা খতিয়ে দেখা হবে। তবে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে মমতার এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

[আরও পড়ুন: দুই বন্ধুর মারে মৃত্যু যুবকের, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের সন্তানহারা বাবার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে