Advertisement
Advertisement

Breaking News

University of Calcutta

দুদিন পরেই শুরু স্নাতকোত্তরে ক্লাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখনও বহু আসন ফাঁকা

কারণ নিয়ে চিন্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Many seats still vacant in Masters in University of Calcutta | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 29, 2023 12:14 pm
  • Updated:October 29, 2023 12:17 pm

দীপালি সেন: ৩১ অক্টোবর, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে স্নাতকোত্তরের ক্লাস। তার আগে স্নাতকোত্তরের ভর্তির চিত্র বেশ ভাবাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) কর্তৃপক্ষকে। কারণ, বহু আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ে। দফায়-দফায় কাউন্সিলিং করেও সেই আসন পূরণ হচ্ছে না বলেই জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে। আর্টস, কমার্স, সায়েন্স-তিন শাখাতেই ভর্তির চিত্র এমনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু বিভাগের কাছে ভর্তি হওয়া পড়ুয়াদের নামের তালিকা পৌঁছেছে। তাতে দেখা যাচ্ছে, মোট আসন সংখ্যার তুলনায় ভর্তি হওয়া পড়ুয়াদের সংখ্যা অনেক কম। যেমন, ৩১টি আসন থাকা ইলেকট্রনিক্স সায়েন্স বিভাগে ১০ জন পড়ুয়ার নামের তালিকা পৌঁছেছে। একই আসনসংখ্যার বায়োফিজিক্স বিভাগেও একই চিত্র। ৯৫টি আসনবিশিষ্ট ফিজিক্সে ৬০-এর মতো, অ্যাপ্লায়েড ম্যাথেমেথিক্সের ৫৮টি আসনে জনা তিরিশের মতো নাম গিয়েছে। কলা শাখার বেশ কয়েকটি বিভাগে তো এখনও ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নামের তালিকা পৌঁছয়নি। এই পরিস্থিতিতেই মঙ্গলবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা। যা নিয়ে চিন্তিত বিভাগগুলি।

Advertisement

[আরও পড়ুন: বাম হাতে জোর পাচ্ছেন না, হবে সিটি স্ক্যান, কেমন আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়?]

এদিকে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অধীনস্থ বেশ কয়েকটি কলেজেও বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরের কোর্স রয়েছে। সেগুলিতেও ১০০ শতাংশ আসন পূরণ হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের আসন পূরণে আরও একমাস ভর্তি প্রক্রিয়া চালাতে হতে পারে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: চরমে আদি-নব্য দ্বন্দ্ব, কেন্দ্রীয় নেতার সফরেই ধরনার সিদ্ধান্ত পদ্ম বিক্ষুব্ধরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ