Advertisement
Advertisement
Lake town

লেকটাউনে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

শুক্রবার বেলা ১২টা নাগাদ পোস্ট অফিসের কাছে আগুন লাগে।

Massive fire broke out in Lake town residence

ধোঁয়ায় ঢেকেছে এলাকা।

Published by: Subhankar Patra
  • Posted:December 13, 2024 1:21 pm
  • Updated:December 13, 2024 2:02 pm  

বিধান নস্কর, বিধাননগর: ফের শহরে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে লেকটাউনের দক্ষিণদাড়ি পোস্ট অফিসের কাছে একটি দোতলা বাড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ারগুলি নেভানোর কাজ চলছে। আতঙ্ক স্থানীয়দের মধ্যে। তবে কোনও হতাহতের খবর নেই। 

শুক্রবার বেলা ১২টা নাগাদ পোস্ট অফিসের কাছে আগুন লাগে। প্রথমে বাড়ির নিচের তলায় আগুন লাগে বলে খবর। বাড়ি থেকে বেরিয়ে আসেন সদস্যরা। দ্রুত সেই আগুন বাড়ির বাকি অংশে ছড়িয়ে পড়ে। দোতলায় আগুন লেগে যায়। প্রচুর কাঠের আসবাবপত্রে আগুন লাগে, তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

Advertisement

জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হতাহত বা আহতের কোনও খবর নেই। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছেন আধিকারিকরা। শহরে বারবার আগুন লাগায় সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement