১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

আচমকা অসুস্থ দমকলমন্ত্রী সুজিত বসু, ভরতি হাসপাতালে

Published by: Tiyasha Sarkar |    Posted: July 10, 2022 12:24 pm|    Updated: July 10, 2022 12:24 pm

Minister Sujit Basu admitted in hospital | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। শনিবার গভীর রাতে তাঁকে ভরতি করা হয়েছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে হাসপাতালেই রয়েছেন তিনি। আজই ছাড়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।

জানা দিয়েছে, শনিবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করছিলেন সুজিত বসু। পেটের সমস্যা দেখা দেয়। তবে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছিলেন। রাতে সমস্যা বাড়ে। তখনই তড়িঘড়ি মন্ত্রীকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেয় পরিবার। শনিবার রাত প্রায় তিনটে নাগাদ তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন সুজিত বসু। আজ অর্থাৎ রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। তবে আপাতত কয়েকটা দিন চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে মন্ত্রীকে।

[আরও পড়ুন: ‘রাজনৈতিক স্বার্থে দেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে’, মন্তব্য অমর্ত্য সেনের]

Sujit-Basu

উল্লেখ্য, ২০২০ সালে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী। চলতি বছরে ফের করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে ছিলেন তিনি।  

[আরও পড়ুন: লুটের উদ্দেশ্যে খুন? পুরুলিয়ায় বাবা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার, প্রতিবাদে অবরুদ্ধ জাতীয় সড়ক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে