Advertisement
Advertisement
রবীন্দ্রবারতীর উৎসবে CAA'র প্রতিবাদ

রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বিতর্কে ‘No NRC, No CAA’ লেখা ছবিই যেন মরুদ্যানে পদ্ম

কী বলছেন নেটিজেনরা?

No NRC, No CAA protest in Ravindrabharati Dol Utsav
Published by: Sandipta Bhanja
  • Posted:March 6, 2020 5:02 pm
  • Updated:March 6, 2020 5:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তরুণীদের পিঠে লেখা অশ্লীল শব্দ। রবীন্দ্রভারতীর দোল উৎসবের সেই ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। বাংলা সংস্কৃতি কোন তলানিতে গিয়ে ঠেকেছে? প্রশ্ন তুলেছেন সংস্কৃতিমনস্কারা। সংশ্লিষ্ট ইস্যুর সঙ্গে জড়িত পড়ুয়াদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সবাই একজোটে। তবে বাংলা সংস্কৃতিকে বাঁচানোর এত সব কাতর আরজির মাঝেই নেটিজেনদের নজর কেড়েছে একটি মাত্র ছবি। যা দেখে গতকালের সেসব ছবি নিয়ে জোর চর্চা, সমালোচনা, কটূ কথার মাঝেও সবাই বলছেন, “এভাবেও নাগরিকপঞ্জী আইনের প্রতিবাদ সম্ভব!” ‘ভাইরাল করা হোক এই ছবিকে’, দাবি নেটিজেনদের।

সেই ছবি এখন নেটদুনিয়ায় মন জয় করেছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধীদের। পরনে হলুদ পাঞ্জাবী তাতে আবির দিয়ে লেখা, “No NRC, No CAA” প্রতিবাদের এই ভাষা বোধহয় খুব একটা অচেনা নয় আমাদের। এর আগেও বিশ্ববিদ্যালয়ের অন্দর, পার্লামেন্ট, সংসদ ভবন থেকে খোলা মাঠের জমায়েত, খেলার মাঠে “No NRC, No CAA” স্লোগান তুলে, পোস্টার ছাপিয়ে নাগরিকপঞ্জী আইনের বিরোধিতা করতে দেখা গিয়েছে। এবার রবীন্দ্রভারতীর দোল উৎসবেও প্রতিবাদ হল। তবে রং মেখে। আবির দিয়ে রাঙিয়ে। রক্ত দিয়ে নয়!

Advertisement

[আরও পড়ুন: ‘পিঠে গালিগালাজ না লিখেও হেনস্তার শিকার’, ক্ষুব্ধ রবীন্দ্রভারতী বিতর্কে চিহ্নিত ছাত্রী ]

সেই ছবিই যেন এখন বিভীষিকার মাঝেও আশার আলোর মশাল জ্বালিয়েছে। ‘নিন্দা তো অনেক হল। অশ্লীল শব্দ লেখা পিঠের ছবিও ভাইরাল হল। এবার আবিরে লেখা No NRC, No CAA’র ছবিটাও ভাইরাল হোক’, দাবি  নেটিজেনদের একাংশের।

Advertisement

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত ডিসেম্বর মাস থেকেই উত্তাল গোটা দেশ। বলিউড, টলিউড থেকে দক্ষিণী তারকারাও এই আইনের প্রতিবাদে সরব হয়েছেন। রাস্তায় নেমে মিছিলে হেঁটে সুর চড়িয়েছেন। রবীন্দ্রভারতীর দোল উৎসব কাণ্ড ঘিরে বৃহস্পতিবার থেকেই যেভাবে সরগরম সোশ্যাল মিডিয়া, তার মাঝে হলুদ পাঞ্জাবী পরিহিত সেই ছেলেটিই যেন নজর কেড়েছে সবার। নাগরিকত্ব প্রতিবাদের আইনে এমন মঞ্চ বেছে নেওয়ার জন্যও ‘বাহবা’ কুড়িয়েছেন অনেকের।

[আরও পড়ুন: ‘বহিরাগত’দের পিঠে-বুকেই গালিগালাজ লেখা ছিল! দাবি রবীন্দ্রভারতীর উপাচার্যের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ