Advertisement
Advertisement
WB Assembly

বিধানসভার নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতি! বিনা পাসেই ঢুকল রাহুল সিনহার গাড়ি

পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন মার্শাল। বের করে দেওয়া হয় গাড়ি। পরবর্তীতে ফের পাস ইস্যু করে বিজেপি নেতাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

Rahul Sinha visited WB Assembly without pass | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 13, 2024 1:43 pm
  • Updated:February 13, 2024 3:42 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিনা পাসেই বিধানসভায় ঢুকল বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha) গাড়ি। জানাজানি হতেই তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন মার্শাল। বের করে দেওয়া হয় গাড়ি। পরবর্তীতে ফের পাস ইস্যু করে বিজেপি নেতাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা। 

রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন জমা দেবেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সেই কারণেই এদিন বিধানসভায় এসেছেন অনেক বিজেপি নেতা। সেই দলেই ছিলেন রাহুল সিনহা। জানা গিয়েছে, যে গেট দিয়ে বিধায়করা প্রবেশ করেন সেখানেই যায় রাহুলের গাড়ি। তাঁকে দেখে পাস ছাড়াই গাড়ি ঢুকতে দেন নিরাপত্তারক্ষী। এর পর নজরে আসে যে তাঁর কাছে পাস নেই। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খোদ মার্শাল এসে কথা বলেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে। গেটে আসেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ও শংকর ঘোষেরা। প্রথমে বের করে দেওয়া হয় রাহুল সিনহার গাড়ি। পরবর্তীতে পাস ইস্যু করে গাড়ি ঢোকানো হয়। 

Advertisement

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

প্রসঙ্গত, সংসদে হামলার ঘটনার জেরে গত ডিসেম্বরে নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, বিধানসভায় নিরাপত্তা আরও জোরদার করার ভাবনা চলছে। শূন্যপদে ও বাড়তি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে বলেও জানান স্পিকার। সমস্ত গেটে ওয়েব ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিম গেট কেবলমাত্র ভিজিটার্সদের জন্য। পরিচয়পত্র ছাড়া স্টাফ, সাংবাদিক, বিধায়ক কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়। ভিজিটার্স স্লিপের সময় কমিয়ে ২ ঘণ্টা করা হয়। এত বিধিনিষেধ সত্ত্বেও ফের প্রশ্নের মুখে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা। 

[আরও পড়ুন: অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে এলোপাথাড়ি পাথরবৃষ্টি! তদন্তে রেল পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement