Advertisement
Advertisement

Breaking News

করোনা

অমানবিক! করোনা আক্রান্ত মাকে হাসপাতালের সামনে ফেলে পালাল ছেলে

বৃদ্ধার 'গুণধর' ছেলের কীর্তিতে হতবাক সকলে।

Son left his COVID positive mother in front of Hospital on tuesday

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 14, 2020 8:25 pm
  • Updated:July 14, 2020 8:30 pm

অভিরূপ দাস: অমানবিকতার সাক্ষী এবার কলকাতা মেডিক্যাল কলেজ (Medical College Kolkata)। করোনা আক্রান্ত খড়দহের (Khardah) বাসিন্দা এক বৃদ্ধাকে হাসপাতালের সামনে ফেলে পালাল তাঁর ছেলে। দীর্ঘক্ষণ মেডিক্যাল কলেজের সামনে অ্যাম্বুল্যান্সেই পরে ছিলেন বৃদ্ধা।

জানা গিয়েছে, কিডনির সমস্যা নিয়ে আরজিকর মেডিক্যাল কলেজে ভরতি ছিলেন ওই বৃদ্ধা। গত তিনদিন ধরে তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপর আরজিকর মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়, বৃদ্ধাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি করতে হবে। অভিযোগ, মঙ্গলবার সকালে বাড়ির লোক তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে দিয়ে সেখান থেকেই পালিয়ে যান। ফলে মেডিক্যাল কলেজের সামনে অ্যাম্বুল্যান্স এলেও তিনি নিজে নেমে ভরতি হতে পারছিলেন না। পরে অ্যাম্বুল্যান্স চালকই জরুরি বিভাগে খবর দেন।

Advertisement

[আরও পড়ুন: স্বামীকে খুন করেছে তৃণমূলই, থানায় অভিযোগ দায়ের হেমতাবাদের বিজেপি বিধায়কের স্ত্রীর]

বিষয়টি জানার পর চিকিৎসকরা বৃদ্ধাকে তাঁর নাম, ঠিকানা জিজ্ঞেস করেন। শুধুমাত্র নিজের বাড়ি খড়দহ এলাকায় এটুকুই বলতে পেরেছেন তিনি। এর আগে করোনা রোগীর সঙ্গে প্রতিবেশীদের দুর্বব্যবহারের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা, এবার করোনা পজিটিভ মাকে হাসপাতালে ফেলে পালাল নিজের সন্তান। অ্যাম্বুল্যান্স চালক জানিয়েছেন, বাড়ির লোকের ওই বৃদ্ধাকে অ্যাম্বুল্যান্স তুলে দিয়ে তার টাকা মিটিয়ে চলে গিয়েছেন। জানা গিয়েছে, বৃদ্ধার চিকিৎসা চলছে। কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ধারনা, ওই বৃদ্ধা অ্যালঝাইমার্সে আক্রান্ত। সে কারণেই তিনি মনে করে নিজের ঠিকানা বলতে পারছেন না।

Advertisement

[আরও পড়ুন: জলপাইগুড়িতে খাসির মাংস-ভাতে থানায় ভূরিভোজ বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ