Advertisement
Advertisement
TMC to start rally on 6 August

কেন্দ্রীয় ‘বঞ্চনা’র প্রতিবাদ, ৫ তারিখের বদলে আগামী ৬ আগস্ট পথে নামবে তৃণমূল

তৃণমূলের কর্মসূচির দিনক্ষণ বদলের কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

TMC to start rally on 6 August against Central negligence । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 2, 2023 3:58 pm
  • Updated:August 2, 2023 4:36 pm

কৃষ্ণকুমার দাস: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের পথে নামবে তৃণমূল। পাঁচ তারিখের বদলে আগামী ৬ আগস্ট অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাজ্যের শাসকদলের। বুধবার বিধানসভা থেকে বেরিয়ে তৃণমূলের কর্মসূচির দিনক্ষণ বদলের কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আগামী ৬ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই কর্মসূচি। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে এই কর্মসূচির। তৃণমূল কংগ্রেসের তরফে দুই নেতা ফিরহাদ হাকিম ও তাপস রায় জানিয়েছেন, “আমরা রাজনৈতিক দল। আমাদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে। তাই অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন নুসরত জাহান]

গত একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ মঞ্চ থেকে বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পরমুহূর্তেই সেই কর্মসূচি খানিকটা বদলের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী অবস্থানের কথা বলেন তিনি। তবে তৃণমূলের এই কর্মসূচির প্রতিবাদে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এই কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করে আদালত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কলকাতা হাই কোর্টের আপত্তির জেরে দলীয় কর্মসূচির দিনক্ষণ বদলের সিদ্ধান্ত তৃণমূলের।
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দু সভাপতি, বিরোধী দলনেতা শংকর! বাংলায় নয়া ফর্মুলার ভাবনা কেন্দ্রীয় বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ