Advertisement
Advertisement

Breaking News

2024 Lok Sabha Election

‘রাজনীতি’ এড়াতে যাচ্ছেন না উত্তরবঙ্গে, ‘পিসরুম’ থেকেই ভোট পরিস্থিতিতে নজর রাজ্যপালের

১৮ এবং ১৯ তারিখ উত্তরবঙ্গের যে জেলায় ভোট, সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল রাজ্যপালের। কিন্তু তা নিয়ে আপত্তি তুলে তৃণমূল কমিশনে গেলে এতে রাজনৈতিক রং লেগেছে বলে মনে করে সেই সফর বাতিল করলেন তিনি।

2024 Lok Sabha Election: WB governor C V Ananda Bose will inspect election from peace room

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 18, 2024 3:10 pm
  • Updated:April 18, 2024 6:12 pm

সুদীপ রায়চৌধুরী: প্রথম দফা ভোটের দিন, শুক্রবার আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্যের শাসকদল তৃণমূল। তাদের অভিযোগ ছিল, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল, যা মোটেই কাম্য নয়। তাই এনিয়ে কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন তৃণমূল নেতারা। আর তাঁর সফর ঘিরে এ ধরনের রাজনৈতিক রং লাগতেই সফর বাতিল করে দিলেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। জানালেন, রাজভবনের ‘পিসরুম’ থেকেই তিনি সামগ্রিকভাবে ভোট পরিস্থিতির দিকে নজর রাখবেন। নিজেকে কিছুতেই ‘রাজনীতির দাবার বোড়ে’ হতে দেবেন না।

বৃহস্পতিবার দুপুরের দিকে রাজভবন (Rajbhaban) থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে রাজ্যপালের স্পষ্ট বক্তব্য, ”বাংলার মানুষের পাশে থাকা আমার কাছে অগ্রাধিকার। রাজ্যে ভোটের সময়ে ঘটতে থাকা হিংসা বন্ধ করা আমার লক্ষ্য। সেই কারণেই ওসব জায়গায় আমার যাওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়ে রাজ্যপালের অফিস ঘিরে রাজনীতিকরণের (Politicise) অভিযোগ উঠেছে। আমি কখনওই সেই জায়গার মর্যাদা ক্ষুণ্ণ হতে দেব না। তাই উত্তরবঙ্গ সফর বাতিল করলাম।” বিবৃতিতে তাঁর আরও বক্তব্য, ”যদিও সংবিধান অনুযায়ী রাজ্যপালের গতিবিধির উপর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি ২৪ ঘণ্টাই পিসরুম থেকে সবদিকে নজর রাখব। ইমেল বা টেলিফোনে কেউ কোনও অভিযোগ জানালে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Advertisement

[আরও পড়ুন: বড়সড় দুর্নীতির অভিযোগ, মালদ্বীপে ভোটের মুখে পর্দাফাঁস ভারত বিরোধী মুইজ্জুর!]

আগেই হিংসা রুখে ভালোভাবে চব্বিশের নির্বাচন (2024 Lok Sabha Election) সম্পন্ন করার বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল থেকে প্রহরীর মতো রাস্তায় থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি। সেই মতো প্রথম দফার ভোটে কোচবিহারে থাকার কথা ছিল রাজ্যপাল বোসের। সূত্রের খবর, বুধবার দুপুরে রাজভবনে নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে একটি ইমেল আসে। ওই ইমেলে রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার অনুরোধ করা হয়। তবে কী কারণে কোচবিহারে না যাওয়ার আর্জি জানিয়েছে কমিশন, সে বিষয়ে ইমেলে কিছুই উল্লেখ নেই। সম্ভবত নিরাপত্তাজনিত কারণেই তাঁকে কোচবিহারে (Cooch Behar) না যাওয়ার অনুরোধ করা হয়েছে বলেই খবর। কোচবিহারের পরিবর্তে ১৮ এবং ১৯ তারিখ আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা করেন রাজ্যপাল। তার বিরোধিতাতেই বৃহস্পতিবার কমিশনে যায় তৃণমূল। তবে এনিয়ে ‘রাজনীতিকরণ’ হচ্ছে মনে করে তিনি সফর বাতিল করে রাজভবনের পিসরুমে থাকবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে বিজেপিতে! তোপ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ