Advertisement
Advertisement
WB govt to recognize the homestays around state

হোমস্টেগুলিকে স্বীকৃতি দিতে উদ্যোগ রাজ্যের, ঝোলানো হবে মুখ্যমন্ত্রীর নকশা করা নতুন লোগো

নিয়মের তোয়াক্কা না করে খোলা হোমস্টেতে বহু ক্ষেত্রেই বিপদে পড়েন পর্যটকরা।

WB govt to recognize the homestays around state । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 25, 2023 1:20 pm
  • Updated:August 25, 2023 1:20 pm

স্টাফ রিপোর্টার: নিয়ম নীতির তোয়াক্কা না করেই খোলা হচ্ছে হোমস্টে। সেখানে গিয়ে অনেকক্ষেত্রেই নানা সমস‌্যার মুখোমুখি হচ্ছেন পর্যটকরা। তাই এবার সরকারের স্বীকৃত হোমস্টেগুলোকে চিহ্নিত করতে তার সামনে সরকারের নতুন লোগোযুক্ত বোর্ড ঝোলাবে রাজ‌্য। যাতে পর্যটকদের প্রকৃত হোম স্টে খুঁজে পেতে সুবিধা হয়। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে একথা জানান রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় এই লোগোর নকশা করেছেন।

বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ব্যবসায়িক স্বার্থে যেভাবে হোম স্টে করা হচ্ছে তাতে হোম স্টের সংজ্ঞা পরিবর্তন হয়ে যাচ্ছে। তারই উত্তরে পর্যটনমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে স্বীকৃত ২,২৪৭টি হোম স্টে রয়েছে। যারা সরকারি সহায়তা নিয়ে হোম স্টে করছে তাঁদের একটা নিয়ম মানতে হবে। হোমস্টের বাইরে সরকারের লোগোযুক্ত বোর্ড লাগাতে হবে। হোম স্টের নাম মিস ইউজ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাই কোথায় কতগুলো হোমস্টে চলছে, জেলা ধরে ধরে তার তালিকা তৈরি করা হচ্ছে।’’

Advertisement

[আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে ৩৬ বছরে চিরঘুমে ব্রে ওয়াট, শোকস্তব্ধ রেসলিং দুনিয়া]

তবে এদিন বিধানসভার অধ‌্যক্ষ বাবুলকে একটা গ্রিভান্স সেল তৈরির পরামর্শ দেন। বলেন, ‘‘বেড়াতে গিয়ে পর্যটকদের অনেক সময় হেনস্তা হতে হয়। অনেক মধ‌্যবিত্তের আর্থিক ক্ষমতা নেই। তাঁরাও বেড়াতে যান। মুখ‌্যমন্ত্রী চান না তাঁরা কোনওভাবে হেনস্তা হোন। তাই অভিযোগ জানানোর জন‌্য একটা গ্রিভান্স সেল রাখা দরকার।’’ মন্ত্রীর উদ্দেশে অধ‌্যক্ষ বলেন, ‘‘সবাই তো আর বাবুলের অ‌্যাক্সেস পায় না।’’ বাবুল পালটা বলেন, ‘‘পর্যটন দফতরের ওয়েবসাইটে প্রচুর ই-মেল পাই। টিডিসিএলের গ্রিভান্স রয়েছে।’’

Advertisement

এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই স্পিকার পর্যটনমন্ত্রীকে দেখতে না পেয়ে কিছুটা ক্ষুব্ধ হন। তাঁর দপ্তরের প্রশ্নোত্তরপর্ব ছিল৷ কিন্তু, তা সত্ত্বেও নির্ধারিত সময়ের পরে তিনি অধিবেশন কক্ষে বাবুল৷ আর তাতেই নাকি একটু ক্ষুব্ধ হয়েছেন স্পিকার৷ পাশাপাশি, দেরিতে আসা নিয়ে সতর্ক করা হয়েছে শাসকদলের বিধায়ক কল্লোল খাঁ-কে৷ এদিন কল্লোলবাবুই ছিলেন প্রশ্নকর্তা। অধ্যক্ষ মন্ত্রীকে পর্যটন সংক্রান্ত একটা তথ্যচিত্রও তৈরি করতে বলেন। জানান, বিধানসভার সব অডিটোরিয়ামে দেখালে বিধায়করা অবগত হবেন।

[আরও পড়ুন: ISRO চেয়ারম্যানকে ফোন রাজ্যপালের, ব়্যাগিং রুখতে চাইলেন প্রযুক্তির সাহায্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ