Advertisement
Advertisement
WB Panchayat Election

WB Panchayat Election: মনোনয়নে বাধার অভিযোগ, বসিরহাট থেকে প্রার্থীদের নিয়ে সোজা কমিশনের দপ্তরে সুকান্ত, শুভেন্দু

রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা।

WB Panchayat Election: BJP leader Sukanta Majumder and Suvendu Adhikari in EC office over nomination violence | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 14, 2023 6:05 pm
  • Updated:June 14, 2023 9:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোনয়ন পর্বে (Nomination) বিরোধীদের হাজারও বাধা দেওয়ার অভিযোগ। তার বিহিত চেয়ে বুধবার সকাল থেকে বসিরহাটের ন্যাজাট এলাকায় বিডিও অফিসের সামনে টানা অবস্থানে বসেছিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সেখান থেকে হুঁশিয়ারিও দেন, পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election) শান্তিপূর্ণভাবে বিজেপির মনোনয়ন না দিতে পারলে রাজ্য নির্বাচন কমিশনের সামনের থেকে উঠবেন না। রাজ্য চাইলে বিনা অর্থে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে।

আর বেলা গড়াতে সেই কাজই করে দেখালেন সুকান্ত, শুভেন্দুরা। বসিরহাট থেকে দলীয় প্রার্থীদের নিয়ে বাসে করে সুকান্ত মজুমদার আসেন কলকাতায় (Kolkata)। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে জমায়েত করে সেখানেই মনোনয়ন পেশ করতে চান তাঁরা। পুলিশ বাধা দিলে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয় সেখানে। অভিযোগ, কমিশনের দপ্তরের সামনে পুলিশ ব্যারিকেড ভেঙেই এগিয়ে যান তাঁরা। গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন প্রার্থী, নেতারা। সেখানে দেখা গেল শঙ্কুদেব পণ্ডাকেও।

Advertisement

[আরও পড়ুন: বিজ্ঞাপন বিতর্কে পদ্মবনে ঝড়! ড্যামেজ কন্ট্রোলে ‘সাথ হ্যায়’ বার্তা শিন্ডে শিবিরের]

রাজ্য নির্বাচন কমিশনের সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা সরকার ও কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন।  তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে যতদিন এই দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী শাসকদল ক্ষমতায় আছে, কোনওদিনই কোনও নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে না। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনও তার ব্যতিক্রম হবে না।

Advertisement

অভিযোগ করেন, ”ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠু ভাবে মনোনয়ন দাখিল করতে পারছেন না বিরোধী প্রার্থীরা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় – ১ এবং ২ নম্বর ব্লক ও ক্যানিং – ১ এবং ২ নম্বর ব্লক; বাঁকুড়া জেলার কোতুলপুর, পাত্রসায়র, ইন্দাস; বীরভূম জেলার লাভপুর ও নানুর; উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি – ১ এবং ২ নম্বর ব্লক ও মিনাখাঁ; হাওড়া জেলার উদয়নারায়ণপুর ও বাগনান – ২ নম্বর ব্লক সহ রাজ্যের অন্যান্য ব্লকে বেশি অশান্তি করছে পুলিশ। বিডিও অফিস তথা মনোনয়ন কেন্দ্রগুলি সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। তবে এবার আর ভোট লুটতে দেব না।”

[আরও পড়ুন: মোদির রাজ্যে নৃশংসতা! স্ত্রীকে খুন, মেয়ের দেহ ১০ টুকরো করে নর্দমায় ফেলল ‘গুণধর’ বাবা]

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ভিতরে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান। মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এরপর বেরিয়ে সাংবাদিকদের মুুখোমুখি হয়ে বলেন, ”নির্বাচন কমিশনকে বলব, সমস্ত ভিডিওগ্রাফিগুলো ওঁর কাছে পাঠাতে। উনি কিছুই বুঝতে পারছেন না যে কতটা অশান্তি হচ্ছে। কোন জায়গা কতটা স্পর্শকাতর।  কমিশনারকে বললাম সব। উনি আশ্বাস দিয়েচেন, যাঁরা মনোনয়ন দিতে পারেননি তাঁদের জন্য নাকি আগামিকাল নির্বিঘ্নে মনোনয়নের ব্যবস্থা করবেন। দেখা যাক।” তবে এই আশ্বাস পেয়েও রাতভর কমিশনের দপ্তরের সামনে অবস্থানে বসার সিদ্ধান্তে অনড় বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ