Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

Durga Puja: আরও রঙিন হবে কার্নিভ্যাল, একমাস ধরে দুর্গাপুজো সেলিব্রেশনের পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে ইউনেস্কো।

West Bengal to celebrate Durga Puja for a whole month, says CM Mamata Banerjee | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:February 3, 2022 4:03 pm
  • Updated:February 3, 2022 5:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর (Durga Puja) আগে বিশাল মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মিছিলের দিনক্ষণ আর সেখানে সকলের ভূমিকাও স্পষ্ট করে দিলেন তিনি। শুধু কলকাতা নয়, জেলায় জেলায়ও হবে মিছিল। 

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে ইউনেস্কো। তাদের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে রাজ্য সরকার। ধন্যবাদ জ্ঞাপন করতে এবছর ১ মাস আগেই দুর্গাপুজো উদযাপন শুরু হবে রাজ্যে। সেই উদযাপন শুরু হবে ১ সেপ্টেম্বর। ওইদিন রাজ্যজুড়ে বিশাল মিছিলের আয়োজন করছে রাজ্য সরকার। এই মিছিলের দায়িত্বভার দেওয়া হয়েছে পর্যটন এবং তথ্য সংস্কৃতি বিভাগের উপর। 

Advertisement

[আরও পড়ুন: হিন্দু পাত্রকে বিয়ে, তরুণীকে সমাজছাড়া করতে মসজিদ থেকে জারি ফতোয়া]

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দুর্গাপুজোর উদযাপন নিয়ে একাধিক নির্দেশিকা দিলেন তিনি। বললেন, কলকাতার পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। পুজো কমিটিগুলির কথা বলবেন তাঁরা। সেপ্টেম্বর মাসের প্রথম দিন রাজ্যজুড়ে হবে মিছিল।

Advertisement

ওইদিন দুপুর ১টা নাগাদ কলকাতার শ্যামবাজারে উপস্থিত হবেন সকলে। থাকবেন মুখ্যমন্ত্রীও। সেখান থেকেই শুরু হবে বর্ণাঢ্য পদযাত্রা। কত দূর পর্যন্ত এই মিছিল হবে, সেটা পরে ঠিক হবে বলে জানিয়েছেন মমতা। মিছিলে অংশ নেবেন মহিলারা। উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে উদযাপিত হবে এই সম্মান। সংখ্যালঘু মহিলারা দোয়া করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রত্যন্ত জেলাগুলি থেকে এসে কলকাতার মিছিলে অংশ নেওয়া সম্ভব হবে না অনেক বাসিন্দার। তাঁদের জন্য জেলায়-জেলায় মিছিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই উদ্যোগ নেবেন জেলাশাসক এবং পুলিশ সুপাররা। এবার রেডরোডের কার্নিভ্যালও হবে আরও রঙিন। প্রতিবারের মতো আমন্ত্রিত হবে কূটনীতিবিদরা। থাকবেন বিশেষজ্ঞরাও। 

[আরও পড়ুন: ভারতীয় জওয়ানের তাড়া খেয়ে গালওয়ানে জলে ডুবে মৃত্যু হয় ৩৮ চিনা সেনার, দাবি রিপোর্টে]

এবার ইউনেস্কোকে সম্মান জানাতে তৈরি হবে বিশেষ লোগো। যেখানে বিশ্ব বাংলা এবং ইউনেস্কোর লোগো মিলিয়ে তৈরি হবে বিশেষ লোগো। সকলকে একাধিক ডিজাইন পাঠাতে বলেছেন মুখ্যমন্ত্রী। যেখান থেকে চূড়ান্ত ডিজাইন বেছে নেবে রাজ্য সরকার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ