Advertisement
Advertisement

Breaking News

টানা ২৫ ঘণ্টা চলবে ভিডিও, হাজির জোড়া ব্যাটারির স্মার্টফোন

আন্দাজ করতে পারেন স্মার্টফোনটির ইন্টারনেট মেমোরি কত?

Gionee M2017 launched with 7000mAh battery
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 2:24 pm
  • Updated:December 27, 2016 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ বা ৩০০০ mAh নয়। ৭০০০mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন এনে তাক লাগিয়ে দিল Gionee। একটি নয়, জিওনির M2017 মডেলটিতে থাকবে ৩৫০০ mAh পাওয়ারের দু’টি ব্যাটারি।

মোবাইল প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, শক্তিশালী ব্যাটারি যুক্ত এই ফোনটিতে একবার চার্জের পর ২৫.৮৯ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সঙ্গে থাকবে ৯১৫ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই টাইম। এবার নজর রাখা যাক মডেলটির চমকপ্রদ ফিচারগুলির দিকে।

Advertisement

hqdefault

Advertisement
  • ৫.৭ ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর যুক্ত।
  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের ফোনটির ব়্যাম ৬ জিবি।
  • Gionee M2017-এ রয়েছে দু’টি রিয়ার ক্যামেরা। একটি ১২ এবং অন্যটি ১৩ মেগাপিক্সেল যা যথাক্রমে 2x এবং 8x অপটিক্যাল জুম বিশিষ্ট। সেলফি তোলার জন্য রয়েছে ৮ এমপি ক্যামেরা।
  • চমকের এখনও বাকি রয়েছে। আন্দাজ করতে পারেন স্মার্টফোনটির ইন্টারনেট মেমোরি কত? না, ৩২ বা ৬৪ জিবি নয়। এক্কেবারে ১২৮ জিবি। তবে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের কোনও ব্যবস্থা নেই।

আপাতত চিনের বাজারে এসেছে ফোনটি। ভারতীয় মুদ্রায় যার দাম ৬৪,৪০০ টাকা। অন্যান্য দেশে মডেলটি লঞ্চ করা হবে কি না, কোম্পানির তরফে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ