Advertisement
Advertisement

Breaking News

gmail

আচমকাই স্তব্ধ Gmail-YouTube! ভোগান্তির শিকার দেশের বিভিন্নপ্রান্তের ব্যবহারকারীরা

কেন এই সমস্যা?

Google, YouTube, Gmail suffers from massive outage globally | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 14, 2020 5:56 pm
  • Updated:December 14, 2020 6:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ছন্দপতন। ভারতের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন না Gmail, YouTube-সহ একাধিক অত্যন্ত প্রয়োজনীয় অ্যাপ। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। ইতিমধ্যেই একাধিক ব্যবহারকারী টুইটে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। কেউ কেউ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। গুগলের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।  

Google, YouTube, Gmail suffers from massive outage globally

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: নদীর ধারে ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার! এই দৃশ্য দেখতে শীতের মরশুমেই ঘুরে আসুন সুন্দরবন]

সোমবার বিকেল ৫টার পর আচমকাই ব্যবহারকারীরা লক্ষ্য করেন, ইউটিউব ব্যবহার করা যাচ্ছে না। চলছে না ভিডিও। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও কয়েক মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয় ছবিটা। কারণ, ব্যবহারকারীরা বুঝতে পারেন যে শুধু YouTube নয়, Gmail ও Google Drive -এর অবস্থাও কার্যত এক। সঙ্গে সঙ্গে স্ক্রিনশট-সহ সমস্যা টুইট করতে শুরু করেন ব্যবহারকারীরা। তথ্য অনুযায়ী, মোট ব্যাবহারকারীর মধ্যে ৭৯ শতাংশই লগ-ইনের ক্ষেত্রের সমস্যায় পড়ছেন। ইতিমধ্যেই YouTube-এর তরফে টুইট করে জানানো হয়েছে, “কাজ চলছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। “

[আরও পড়ুন: এবার স্মার্টফোনের ক্যামেরাই বলে দেবে আপনি করোনা পজিটিভ কি না, তাও মাত্র ৩০ মিনিটে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ