Advertisement
Advertisement

Breaking News

America

OMG! রক্তে ম্যাজিক মাশরুম গজিয়ে উঠেছে ব্যক্তির! কী ব্যাখ্যা চিকিৎসকদের?

অবসাদ দূর করতে গিয়ে এ কী হাল হল যুবকের!

‘Magic Mushrooms’ Started Growing In A Nebraska Man’s Blood After He Injected Them Into His Veins | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Abhisek Rakshit
  • Posted:January 30, 2021 10:42 pm
  • Updated:January 30, 2021 10:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাজিক মাশরুমে (Magic Mushroom) দূর হয় অবসাদ। আর একথা জানার পরই বাইপোলার ডিসঅর্ডারে (Bipolar Disorder) ভোগা মার্কিন মুলুকের নেব্রাস্কার বাসিন্দা এক যুবক ইঞ্জেকশনের মাধ্যমে নিয়েছিলেন সেই ম্যাজিক মাশরুম। কিন্তু এই কাজ করতে গিয়েই কার্যত মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। কারণ এর ফলে রক্তেই মাশরুম গজাতে শুরু করে দিয়েছিল তাঁর। প্রায় তিন সপ্তাহ ভরতিও থাকতে হয়েছিল ভেন্টিলেশনে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!

সম্প্রতি Journal of the Academy of Consultation-Liaison Psychiatry নামে একটি গবেষণা পত্রে গোটা ঘটনাটির কথা বিস্তারিত জানানো হয়েছে। জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরেই বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। এর মধ্যেই তিনি ম্যাজিক মাশরুমের কথা জানতে পারেন। পরবর্তীতে সেটি প্রয়োগের ব্যাপারে মনস্থির করে ফেলেন। কিন্তু নিয়ম মেনে সেটি খাওয়ার পরিবর্তে গরম জলে সেটিকে ফুটিয়ে নেন। এরপর সেই তরলটি ইঞ্জেকশনের মাধ্যমে নিজের শরীরে প্রবেশ করান।

Advertisement

[আরও পড়ুন: চিনতে পারলেন না নিজের পুরনো ছবি! স্বামী পরকীয়ায় আসক্ত ভেবে এ কী করলেন মহিলা!]

ভেবেছিলেন এতে হয়তো রোগ থেকে নিস্তার পাবেন। কিন্তু বদলে ঘটে গেল উলটোটা। ওই ইঞ্জেকশন নেওয়ার কয়েকদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ডায়রিয়া, জন্ডিস-সহ একাধিক রোগ দেখা দেয়। এমনকী রক্তবমিও হয়। শেষপর্যন্ত তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। একাধিক পরীক্ষানিরীক্ষার পর দেখা যায়, তাঁর রক্তেই ওই মাশরুম জন্মাতে শুরু করেছে। এমনকী রক্তে সংক্রমণও দেখা দিয়েছে। এখানেই শেষ নয়, ওই যুবকের এরপর শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয়। প্রায় আটদিন আইসিইউতে রাখতে হয় তাঁকে। পরবর্তীতে বেশ কয়েকদিন ভেন্টিলেশনে থাকতে হয়েছিল ওই যুবককে। শেষপর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সঠিকভাবে গোটা বিষয়টি না জেনেই মাশরুম ব্যবহার করাতেই ফল ভোগ করতে হল তাঁকে বলে মত চিকিৎসকদের। তবে এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই চমকে গিয়েছেন। যদিও শেষপর্যন্ত ওই যুবক বাড়ি ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চিকিৎসক থেকে শুরু করে তাঁর পরিবারের লোকজনেরা।

Advertisement

[আরও পড়ুন: চোখ উঠেছে কপালে! বিচিত্রদর্শন ছাগলছানা দেখতে ভিড় উপচে পড়ছে উত্তরপ্রদেশের গ্রামে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ