Advertisement
Advertisement
Mummy

খাবারের প্যাকেটে মমি! ধরা পড়ে যুবকের দাবি, ‘ও আমার প্রেমিকা’

'ও আমার সঙ্গেই শোয়', দাবি 'প্রেমিক' যুবকের।

Peru man found with 800-year-old mummy in bag। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 1, 2023 2:26 pm
  • Updated:March 1, 2023 4:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেরুর (Peru) পুলিশ গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি মমি (Mummy)! যার বয়স ৬০০ থেকে ৮০০ বছরের মধ্যে। কেন এমন ‘কাণ্ড’ করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, ওই মমি তাঁর ‘আধ্যাত্মিক প্রেমিকা’। তাই সেটির সঙ্গেই রীতিমতো ‘ঘর-সংসার’ করে বেড়াচ্ছিলেন তিনি। তাঁর এমন কথা শুনে তাজ্জব পুলিশ! আটক করা হয়েছে ২৬ বছরের ওই যুবককে।

জুলিও সিজার বার্মেজো নামের ওই যুবকের দাবি, তাঁর বাবা ৩০ বছর আগে মমিটি নিয়ে এসেছিলেন বাড়িতে। বার্মেজো একসময় লোকের বাড়িতে খাবার ডেলিভারির কাজ করতেন। সেই রকমই এক খাবার সরবরাহের আইসোথার্মাল ব্যাগের মধ্যেই তাঁর ‘বান্ধবী’ মমিকে নিয়ে ঘরে বেড়াতেন তিনি।

Advertisement
Mummy
এই সেই মমি

[আরও পড়ুন: ৩ রাজ্যের ভোট মিটতেই অনেকটা বাড়ল রান্নার গ্যাসের মূল্য, জানুন বাংলায় কত দাম]

এবিষয়ে বলতে গিয়ে বার্মেজো জানাচ্ছেন, ‘জুয়ানিতা’ (এই নামেই ওই মমিকে ডাকেন তিনি) তাঁর প্রেমিকা। তাঁর কথায়, ”বাড়িতে ও সব সময় আমার ঘরেই থাকে। আমার সঙ্গেই ঘুমোয়ও।” সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু এই ভালবাসার ‘কাহানি মে টুইস্ট’ও রয়েছে। এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, ”ওটা জুয়ানিতা নয়, জুয়ান।” তাঁর দাবি, ওটা কোনও মহিলার মমি নয়। ৪৫ বছরের এক মধ্যবয়সি ব্যক্তির সংরক্ষিত মৃতদেহ!

[আরও পড়ুন: ১২২ বছরের উষ্ণতম ফেব্রুয়ারি এবারই, মার্চের শুরুতে ৩৫ ডিগ্রি ছাড়াবে কলকাতার তাপমাত্রা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement