৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন। আর ১০ তারিখ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করেন আমিরকন্য়া ইরা খান।
বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই নতুন জীবনে পা দিয়েছেন ইরা খান ও নূপুর শিখারে। দিন কয়েক বাদেও সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই।
রিনা দত্ত, কিরণ রাও দুই প্রাক্তন স্ত্রীদের সঙ্গে চুটিয়ে মজা করতেও দেখা গিয়েছে আমির খানকে। মেয়ের বিয়ের আয়োজন খতিয়ে দেখতে গত ৫ জানুয়ারি আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন বলিউড সুপারস্টার।
সেই রাজকীয় বিয়ের পর মুম্বইতেও ঘটা করে রিসেপশন হয়। যেখানে উপস্থিত হয়েছল গোটা বলিউড। প্রবীন প্রজন্মের সায়রাবানু, রেখা, হেমা মালিনি থেকে শুরু করে নবীন প্রজন্মের খান-কাপুর, বচ্চনরাও।
১৩ জানুয়ারি মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে গ্র্যান্ড রিসেপশন হয় ইরা-নুপূরের। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ-সলমনরা। দেখা গিয়েছিল আম্বানিদেরও।
তিন দিন ব্য়াপী এই বিয়ের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখেননি আমির খান। নিজে রিনা দত্তর সঙ্গে মাত্র ১০ টাকায় বিয়ে করলেও তাঁদের প্রথম সন্তান তথা একমাত্র মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন তিনি।
দফায় দফায় অনুষ্ঠানের সবদিকে কড়া নজর ছিল মিস্টার পারফেকশনিস্ট-এর। এমনকী রিসেপশনের সবুজ গালিচায় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে মেয়ে-জামাই কীভাবে পোজ দেবেন, সেটাও অক্ষরে অক্ষরে শিখিয়ে দিয়েছিলেন আমির
ঠিক যেন ডিরেক্টর সুলভ হাবভাব! ইরা-নূপুরের উদ্দেশে অভিনেতাকে বলতেও শোনা গেল, "এভাবে পোজ দাও।" যে ভিডিও দেখে অনুরাগীদের মন্তব্য, “এত কুল শ্বশুর এর আগে দেখিনি বাবা!”
বিয়ের সেসব আবেগঘন পারিবারিক মুহূর্ত শেয়ার করলেন ইরা খান। বর্তমানে ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমায় ব্যস্ত ইরা খান।
বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছিল। ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন ইরা-নুপূরের উদয়পুরের বিয়েতে। (ছবি : ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.