নবজোয়ার কর্মসূচিতে এবার হুগলিতে ফুরফুরা শরিফে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফুরফুরা শরিফে যাওয়ার সময় অভিষেককে দেখতে রাস্তার দুধারে কার্যত জনসমুদ্র।
এদিন পীর আবু বকর সিদ্দিকির মাজার ঘুরে দেখেন অভিষেক। কথা বলেন মাজারের প্রবীণতম পীরজাদাদের সঙ্গে।
ফুরফুরা শরিফ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে অভিষেক বললেন, 'মাঝে অনেকদিন আসা হয়নি। তবে এখানে এলে একটা শক্তি পাই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই মাটি থেকে ফিরে যাচ্ছি।" অভিষেককে সাধুবাদ জানিয়েছেন ত্বহা সিদ্দিকি।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.